January 23, 2025

Diamond Harbour : বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত একাধিক দোকান সহ কারখানা

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা : ভোররাতে হোটেলের ভেতরে থাকা একাধিক সিলিন্ডারের (Cylinder) পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের বেশকয়েকটি দোকানে দাউদাউ করে জ্বলছে আগুন। অগ্নিকাণ্ডের জেরে সম্পুর্ণ ভস্মীভূত হয়ে যায় একটি চামড়ার কারখানা। ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire) ডায়মন্ডহারবারের নেতড়া স্টেশন সংলগ্ন বাজারে।পুড়ে ছাই হয়ে যায় খাবারের হোটেল সহ প্রায় আরও ১২টি দোকান।

এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। তবে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের (Fire Brigade) একাধিক ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে তাঁরা। সুত্রের খবর, দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। এদিকে ভোররাতে এই ঘটনা ঘটলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেই রেল (Rail) সূত্রে জানা গিয়েছে।

Advertisements

Leave a Reply