December 10, 2024

Madhyagram : বিকট শব্দে কেঁপে উঠল এলাকা, তদন্তে মধ্যমগ্রাম থানার পুলিশ

0
Screenshot 2024 0120 192454
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রাম : বিকট শব্দে থরথর করে কেঁপে উঠল এলাকা, ভয়াবহ এক বিস্ফোরণ (Blast) ঘটে গেলো মধ্যমগ্রামে (Madhyamgram)। মঙ্গলবার উত্তর ২৪ পরগণা জেলার মধ্যমগ্রাম শ্রীনগর দুর্গামণ্ডপের পাশের একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ (Blast) হয়। বিস্ফোরণের জেরে আশেপাশের একাধিক বাড়িও থরথর করে কেঁপে ওঠে। যে বাড়িতে ঘটনাটি ঘটেছে সেই বাড়ির উপরে ঘরের দেওয়াল থেকে আশেপাশের ঘরেও দেওয়ালে ফাটল ধরে যায়। এমনকী জানলা-দরজার পাল্লা সবই ভেঙেচুরে তছনছ হয়ে গেছে।

প্রতক্ষ্যদর্শীদের কথা অনুযায়ী, বিকেল ঠিক ৫টা ২৬ নাগাদ আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে দুর্গামন্ডপ (Durga Mandap) সহ আশপাশের এলাকা। প্রথমের দিকে সকলেই ভাবে বোধহয় ভূমিকম্প (earthquake) হচ্ছে। তারপরেই বাড়ির বাইরে গিয়ে দেখতে পান এলাকার একটি বাড়ি উপরের ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে (Fire Brigade), ঘটনার তদন্তে আসে মধ্যমগ্রাম থানার (Madhyam Police Station) পুলিশও।

দমকল ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গোটা বাড়িটি বিশেষ করে উপরে তলাটা পুরোপুরি লণ্ডভণ্ড, বিপর্যস্ত। দূর্ঘটনায় আহত হয়েছেন দুই বৃদ্ধ-বৃদ্ধা সহ একজন। যার মধ্যে রানু পাল নামের একজন বয়স্ক মহিলার অবস্থা খুবই আশঙ্কাজনক। তাঁর শরীরের বেশ কিছু অংশ আগুনে পুরে (burning) গেছে। বাকি দুই আহতদের প্রাথমিক চিকিৎসা (First Aid) করেই ছেড়ে দেওয়া হয়।

উপরের যে ঘরে এই বিস্ফোরণ ঘটেছে সেই ঘরে দুজন বৃদ্ধ-বৃদ্ধা থাকতেন, যার মধ্যে একজন বারাসত হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক পর্যায় তদন্তে মনে করা হচ্ছে বিস্ফোরণটি গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) ফেটেই হয়েছে। যদিও স্থানীয় ভাড়াটেরা জানায়, ওই ঘরের সিলিন্ডার (Cylinder) অক্ষত অবস্থায় উদ্ধার করেছে দমকল বাহিনী।

ফলে বিস্ফোরণটি যে ঠিক কী কারণে ঘটল তা নিয়ে যথেষ্ট ধন্দ রয়েছে, উঠছে নানা প্রশ্ন! এটা কি শুধুই দূর্ঘটনা নাকি চক্রান্তমূলক পরিকল্পনা? গোটা ঘটনার তদন্তের ভার মধ্যমগ্রাম থানার (Madhyamgram Police Station) উপর। তদন্তের স্বার্থে ফরেনসিক টিমও (Forensic Team) আসবে বলে জানা গেছে। এলাকায় টহল দিচ্ছে পুলিশ।

Advertisements

Leave a Reply