প্রকাশিত হল “বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান ২০২২” পুজো পরিক্রমার ফলাফল

0


HnExpress নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রাম ঃ বাঙালীদের অন্যতম শ্রেষ্ঠ উৎসব দীপাবলি, আর অবাঙালীদের কাছে দিওয়ালী, অর্থাৎ আলোর উৎসব। এই পুজো বা আলোর উৎসবকে কেন্দ্র করে সমগ্র বাংলায় উত্তেজনার শেষ থাকে না। তবে মূলত উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত-মধ্যমগ্রামের পুজো গুলি বিখ্যাত।

বিগত কয়েক বছর ধরে বারাসাত ও মধ্যমগ্রামের ছোট বড় সব বাজেটের পুজো আয়োজকদের উৎসাহিত করতে হাইলাইট নিউজ এক্সপ্রেস (HIGHLIGHT NEWS EXORESS DIGITAL MEDIA) ডিজিটাল মিডিয়া ‘বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান” পুজো পরিক্রমার আয়োজন করে চলেছে।



বিগত দু’বছর কোভিড মহামারীর ভয়াবহতা কাটিয়ে আবারও ২৩ শে অক্টোবর সংবাদ সংস্থা ‘এইচ এন এক্সপ্রেস’ আয়োজন করেছিল “বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান, ২০২২।” এই অনুষ্ঠান বা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো মানুষের মনে মানবতার প্রকাশ ঘটানো। এ এক অন্যন্য স্বাদের পুজো পরিক্রমা।

এই পুজো কমিটিগুলির মাধ্যমে মন্ডপ পরিদর্শন করতে আসা আপামর মানুষের মাঝে সম্প্রীতি, মানবতা, প্রেম, ভাতৃত্ব ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দেওয়াই সংবাদ সংস্থার মূল লক্ষ্য। আর এই মহৎ কর্মকাণ্ডের মধ্য দিয়ে যদি একটি মানুষের মনেও সম্প্রীতির আলো প্রজ্জ্বলিত করতে পারা যায় তবেই এই কর্মসূচি তাঁর স্বার্থকতা খুঁজে পাবে বলে মনে করেন সংবাদ সংস্থার সম্পাদক ইন্দ্রাণী সেনগুপ্ত।



এবছর এই পুজো পরিক্রমা অনুষ্ঠানে সংবাদ সংস্থাকে মূল শক্তি যুগিয়েছে সহযোগী পার্টনার নিউকেয়ার মধ্যমগ্রাম (NUCARE), ভবানী গ্রুপ (BHAWANI GROUP) বিল্ডার্স এন কনস্ট্রাকশন কোম্পানি, মধ্যমগ্রাম। এছাড়াও সহযোগী সদস্য হিসেবে শক্তি প্রদান করেছে আদর্শ বিপনী রৌদ্রবৃষ্টি, মধ্যমগ্রাম এবং এডো (ADO) কেমিক্যাল কোম্পানি, মধ্যমগ্রাম। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল, বিবিপি নিউজ, বিশ্ব দর্পণ ও জনতার চিঠি।

বারাসাত পুলিস জেলার পাশাপাশি দুটো থানা মধ্যমগ্রাম ও বারাসাত-এর কমবেশি প্রায় ৩০টা পুজো মণ্ডপ পরিক্রমা করে ‘এইচ এন এক্সপ্রেস (HN Express)’ তেরোটা বিভাগে এবার তেরোটা পুরস্কার ঘোষণা করেছে। এইচ এন এক্সপ্রেস (HN Express) এবং তাদের বিচারকমন্ডলী-র বিচারে এবার “বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান, ২০২২” এর বিজয়ী পুজো আয়োজকরা হলেন —

“বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান, ২০২২” পুজো পরিক্রমার বিচার পর্বের প্রথম ভাগ

সেরার সেরা : পূর্বাশা যুব পরিষদ, মধ্যমগ্রাম

সার্বিক প্রথম : শতদল, বারাসাত

সার্বিক দ্বিতীয় : নবপল্লী এ্যাসোসিয়েশন, বারাসাত

সেরা প্রতিমা : রবীন্দ্রপল্লী এ্যথলেটিক ক্লাব, মধ্যমগ্রাম

সেরা মণ্ডপসজ্জা : উদয়রাজপুর মেঘদূত শক্তি সংঘ, মধ্যমগ্রাম

সেরা আলোকসজ্জা : চন্ডীগড় ইউনাইটেড এ্যথলেটিক ক্লাব, মধ্যমগ্রাম

সেরা ভাবনা : নবীন সংঘ, মধ্যমগ্রাম

সেরা মানবিক : বসুনগর প্রতাপ সংঘ, মধ্যমগ্রাম

সেরা সমাজ-সংগঠন : নিবেদিতা সরণি শ্যামাপূজা কমিটি, মধ্যমগ্রাম

সেরা সম্প্রীতি : ন’পাড়া ক্ষুদিরামপল্লী, মধ্যমগ্রাম

সেরা ব্যবস্থাপনা : বিধানপল্লী সার্বজনীন শ্যামাপূজা কমিটি, মধ্যমগ্রাম

সেরা নারী শক্তি : আমরা সবাই মহিলা সমিতি, মধ্যমগ্রাম

সেরা পরিবেশ বান্ধব : তরুছায়া, বারাসাত

বিচারের ফলাফল প্রকাশ করে এইচ এন এক্সপ্রেস-এর স্বত্বাধিকারী তথা সম্পাদক ইন্দ্রাণী সেনগুপ্ত জানিয়েছেন, “এই বছরের নভেম্বর মাসে পুরস্কার বিজয়ী ক্লাব সংগঠনগুলোকে মধ্যমগ্রামের পৌর সভাগৃহ থেকে যথাযথ মর্যাদায় সম্মানিত করা হবে।”

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply