December 11, 2024

‘বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান ২০১৯’ -১ম ভাগ

0
Img 20191021 Wa00002773767381499776825.jpg
Advertisements

HnExpress নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা ঃ কালীপুজোয় বরাবরই গোটা রাজ্যের মধ্যে বিশেষ স্থান অধিকার করে নিয়েছে উত্তর ২৪ পরগণা জেলা। আর এর মধ্যে উল্লেখযোগ্য হল মধ্যমগ্রাম ও বারাসাত। দূর দূরান্ত থেকে আগ্রহীরা এই অঞ্চলে আসেন প্রতিমা, পুজো মন্ডপ ও চন্দননগরের বিশেষ আলোকসজ্জা দেখতে। আর এখানকার পুজোর কিছু আগাম ঝলক পাঠকদের জন্য আমাদের এই নিউজ পোর্টালে দেওয়া হবে। এরই পাশাপাশি অনুষ্ঠিত হতে চলেছে, “বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান ২০১৯”।

মধ্যমগ্রামের মাইকেল নগরে নেতাজী সংঘের ৭২ তম বর্ষে নেপালের তিনশ বছরের পুরনো মন্দিরের আদলে মন্ডপ তৈরি করছেন কাঁথির শিল্পীরা। প্লাই, কাঠ, সুজি ও অন্যান্য সরঞ্জাম দিয়ে তৈরি হয়েছে প্রতিমা। প্রতিমার দুপাশে থাকবে শ্রীরামকৃষ্ণ এবং মা সারদার মুর্তি। আর চন্দননগরের আলোয় চন্দ্রযান ও নানা রকম ডিজিটাল আলোর খেলাও দেখা যাবে। এর সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকছেই।

আবার অন্যদিকে, ওল্ড যশোহর রোড সংলগ্ন গঙ্গানগর পোস্ট অফিসের পাশে যুবক সংঘের পুজো এবার ৫৪ তম বর্ষে পা রাখল। সেখানে থাকছে ক্যান্সারের বিরুদ্ধে মানসিক লড়াইয়ের বার্তা এবং প্রতিমা। সেই ভাবনাই দেখা যাবে এখানে। মন্ডপ ও প্রতিমা তৈরি করেছেন অজিত পাল। মহাজাতি ইয়ং স্টাফ বিরাটি মহাজাতি নগর প্রাঙ্গনে পালন করছে ৫৭ তম বর্ষের শক্তির আরাধনা। ওঁদের শ্লোগান চমক নয়, সাবেকিয়ানাই ঐতিহ্য। থার্মোকলের কারুকার্যে সুসজ্জিত মণ্ডপে শ্যামা কালীর আরাধনা করা হবে।

আর এই পুজো গুলোর মধ্য থেকেই বেশ কয়েকটি বাছাই করা পুজো উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে, ‘বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান ২০১৯’। আর এই অনুষ্ঠানের উদ্যোক্তা ‘হাইলাইট নিউজ এক্সপ্রেস’ ডিজিটাল মিডিয়ার কর্ণধার ইন্দ্রাণী সেনগুপ্ত। এবং প্রধান বিচারক হিসেবে থাকছেন দুই প্রতিষ্ঠিত বরিষ্ঠ সাংবাদিক অশোক সেনগুপ্ত ও দিব্যেন্দু ঘোষ, নৃত্যশিল্পী ইন্দ্রাণী গাঙ্গুলি, আন্তর্জাতিক অ্যাথলিট প্রবীর সরকার এবং বর্তমানে প্রতিষ্ঠিত ফ্যাশন ডিজাইনার প্রমিত মুখোপাধ্যায় প্রমুখ।

এরই পাশাপাশি মিডিয়া পার্টনার হিসেবে থাকছে, সংবাদপ্রতিখণ, বেঙ্গল টুডে, বিবিপি নিউজ, লাভ এন অ্যাফেয়ার ও নজরে বাংলা চ্যানেল। সহযোগী পার্টনার হিসেবে রয়েছেন, ড. সিদ্দিকী ফাউন্ডেশন এর ফাউন্ডার চেয়ারম্যান ড. ইকবাল সিদ্দিকী (নিউরোলজিস্ট, কন্স্যালটেন্ট ব্রেইন ন স্পাইন সার্জেন), চন্দনা মেমোরি অফ ট্রাস্ট এর কর্ণধার নুপুর সাহা , এসআরআইএএইচসি এর কর্ণধার কুমারেশ রায় প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় থাকছেন বিশিষ্ট বাচিক শিল্পী জয় সরকার।

Advertisements

Leave a Reply