‘বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান, ২০১৯’ — ৭ম ভাগ
HnExpress নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা ঃ মধ্যমগ্রাম-বারাসত বলতে অনেকের চোখের সামনে ভেসে ওঠে অপরাধমূলক নানা কাজ। কারণ, এখানকার আইনশৃঙ্খলা জনিত নানা খবর মাঝে মাজেই উঠে এসেছে সংবাদ প্রচারমাধ্যমের শিরোনামে। কিন্তু এক সময় খেলাধুলায় যে মধ্যমগ্রামের যথেষ্ট নামডাক ছিল তা অনেকেরই জানা নেই। বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান এর ৭ম ভাগে দেওয়া হল মধ্যমগ্রামের ঐতিহ্যের কিছু বর্ণনা।
আন্তঃ স্কুল সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় সাতবার বিজয়ী হয়ে হইচই ফেলে দিয়েছিল মধ্যমগ্রাম বয়েজ হাই স্কুল। এর মধ্যে ১৯৮১, ৮২ ও ৮৩ — উপর্যুপরি তিন বার জিতে আলোড়ন জাগিয়েছিল এই স্কুলটি। আর এরই পাশাপাশি এই তল্লাটের গর্ব করে বলার মত যে জিনিসটা এখনও আছে, তা হল রমরমীয়ে কালীপুজোর ধুম।
ন’পাড়া ওয়েলফেয়ার কমিটি পুজো এবার ২৮তম বর্ষে পা দিল। ওদের থিম ‘স্বপ্নের উড়ান‘। ফাইবার, ফোম দিয়ে স্বপ্নের কাল্পনিক জগৎ ফুটিয়ে তোলা হয়েছে। আর তার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে মাতৃপ্রতিমাও। পাশাপাশি কৃষ্ণনগরের সুসজ্জিত আলোক সজ্জায় ভাসবে গোটা এলাকা।
ইয়ং স্টারস অ্যাসোসিয়েশন ৪৮-তম বর্ষে পুজো করছে বামুনমুড়ায় টাকি রোড সংলগ্ন মন্ডপে। এবারের থিম ‘পরিবেশ বাঁচাও ও সবুজায়ন‘। প্লাস্টার অফ প্যারিস এবং প্লাই দিয়ে মন্ডপ তৈরি করেছেন স্বপন দাস। বারাসাতের শিল্পী তারক পালের ১২ ফুট উচ্চতার অজন্তার ধাঁচে সবুজ কালীর দু’পাশে অসুর থাকবে। আলোয় গেটে থাকবে শিব ও পার্বতী।
বারাসাত মৎস্য আড়ত সমিতি ২৮ তম বর্ষে যশোর রোডে চাপাডালি মোড়ের কাছে পুজো করছে। তাদের এবারের থিম ‘সংকল্প’। উদ্দেশ্য পরিবেশ দূষণ থেকে মুক্তি। বিশেষ আকর্ষণ হিসেবে ৯৯ কেজি রুপোর মাতৃপ্রতিমার দু’পাশে থাকবে রূপোর সখী। মন্ডপ ও প্রতিমা শিল্পী হাবরার ইন্দ্রজিৎ পোদ্দার। আলোকসজ্জা অবশ্যই চন্দননগরের।
আর এই সব পুজোর মধ্য থেকে বাছাই করা বেশ কয়েকটি পুজোকে দেওয়া হবে ‘বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান ২০১৯’। উদ্যোক্তা ‘হাইলাইট নিউজ এক্সপ্রেস’। বিচারক হিসেবে থাকছেন দুই প্রতিষ্ঠিত বরিষ্ঠ সাংবাদিক অশোক সেনগুপ্ত ও দিব্যেন্দু ঘোষ, নৃত্যশিল্পী ইন্দ্রানী গঙ্গোপাধ্যায়, আন্তর্জাতিক অ্যাথলিট প্রবীর সরকার এবং ফ্যাশন ডিজাইনার প্রমিত মুখোপাধ্যায়। সামগ্রিক ব্যবস্থাপনায় রয়েছেন চ্যানেল হেড ইন্দ্রানী সেনগুপ্ত।
এরই পাশাপাশি মিডিয়া পার্টনার হিসেবে থাকছে, সংবাদপ্রতিখণ, বেঙ্গল টুডে, বিবিপি নিউজ, লাভ এন অ্যাফেয়ার ও নজরে বাংলা চ্যানেল। সহযোগী পার্টনার হিসেবে রয়েছেন, ড. সিদ্দিকী ফাউন্ডেশন এর ফাউন্ডার চেয়ারম্যান ড. ইকবাল সিদ্দিকী (নিউরোলজিস্ট, কন্স্যালটেন্ট ব্রেইন ন স্পাইন সার্জেন), চন্দনা মেমোরি অফ ট্রাস্ট এর কর্ণধার নুপুর সাহা , এসআরআইএএইচসি এর কর্ণধার কুমারেশ রায় প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় থাকছেন বিশিষ্ট বাচিক শিল্পী জয় সরকার।