September 8, 2024

‘বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান ২০১৯’ -৩য় ভাগ

0
Advertisements

HnExpress নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা ঃ আজ বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান ২০১৯ এর পুজো পরিক্রমার সঙ্গে একটু অন্য কথায় মধ্যমগ্রামের একটু ঐতিহাসিক চিত্র বদল। আপনি কি জানেন, প্রায় ১৬২ বছর আগে সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলের সঙ্গে মীরজাফর এর দেওয়া উপহার হিসাবে এই মধ্যমগ্রাম শহরটি এসেছিল ব্রিটিশেরই ঝুলিতে?

অবিভক্ত বাংলায় রাজা প্রতাপদিত্যের অধীনে তখন ছিল প্রায় ১২টি প্রদেশ। অধুনা যশোর পর্যন্ত বিস্তৃত ওই রাজত্বের অধীনেই ছিল আজকের এই মধ্যমগ্রাম শহর। ১৭৫৭ সালের ২০শে ডিসেম্বর নবাব মীরজাফর ২৪টি পরগণা উপঢৌকন দেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। অনেক ইতিহাসের সাক্ষী হিসেবে উত্তর ২৪ পরগণা জেলার অন্তর্গত এই মধ্যমগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকা বারাসাত অঞ্চল যে বিশেষত কালীপুজোর জন্য বিখ্যাত, তা প্রায় কারও অজানা নয়।

আর আগের দুই কিস্তিতে তারই বেশকিছু ঝলক আপনারা ইতিমধ্যেই পেয়েছেন। আজ আরও একটি নামী পুজোর কথা আলোচিত হবে। দক্ষিণায়ন শ্যামা পূজা কমিটি মধ্যমগ্রাম- সোদপুর রোডের পাশে ১৬ তম বর্ষের থিমে নিয়ে এসেছে ‘ডাকে এল মা’। এখানে প্রাচীনকালে উৎসবের সূচনা থেকে শেষ পর্যন্ত তথ্য আদান প্রদানে ডাক ব্যবস্থার বিশেষ ভূমিকা রয়েছে। চিঠির বোঝা নিয়ে রানার এবং ইন্টারনেটের যুগেও যেরকম খবরের গতি তা এই মণ্ডপসজ্জায় তুলে ধরা হয়েছে।

আর মধ্যমগ্রামের সেই সমস্ত পুজোগুলোর মধ্য থেকে বাছাই করা বেশ কয়েকটি পুজোকে দেওয়া হবে ‘বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান ২০১৯’। অনুষ্ঠান উদ্যোক্তা ‘হাইলাইট নিউজ এক্সপ্রেস’। বিচারক হিসেবে থাকছেন দুই প্রতিষ্ঠিত বরিষ্ঠ সাংবাদিক অশোক সেনগুপ্ত ও দিব্যেন্দু ঘোষ, নৃত্যশিল্পী ইন্দ্রানী গঙ্গোপাধ্যায়, আন্তর্জাতিক অ্যাথলিট প্রবীর সরকার এবং ফ্যাশন ডিজাইনার প্রমিত মুখোপাধ্যায় প্রমুখ। সামগ্রিক ব্যবস্থাপনায় হাইলাইট নিউজ এক্সপ্রেসের কর্ণধার ইন্দ্রানী সেনগুপ্ত।

এরই পাশাপাশি মিডিয়া পার্টনার হিসেবে থাকছে, সংবাদপ্রতিখণ, বেঙ্গল টুডে, বিবিপি নিউজ, লাভ এন অ্যাফেয়ার ও নজরে বাংলা চ্যানেল। সহযোগী পার্টনার হিসেবে রয়েছেন, ড. সিদ্দিকী ফাউন্ডেশন এর ফাউন্ডার চেয়ারম্যান ড. ইকবাল সিদ্দিকী (নিউরোলজিস্ট, কন্স্যালটেন্ট ব্রেইন ন স্পাইন সার্জেন, মধ্যমগ্রাম), চন্দনা মেমোরি অফ ট্রাস্ট এর কর্ণধার নুপুর সাহা , এসআরআইএএইচসি এর কর্ণধার কুমারেশ রায় প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকছেন বিশিষ্ট বাচিক শিল্পী জয় সরকার।

Advertisements

Leave a Reply