September 9, 2024

‘বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান ২০১৯’ – ৬ষ্ঠ ভাগ

0
Advertisements

HnExpress নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা ঃ এক সময় আদিগন্ত ধানক্ষেত ছিল মধ্যমগ্রামের সম্পদ। সেই সব জলপথে যেত নানা জায়গায়। লাবণ্যবতী নদীতে লেগেই থাকতো নৌকোর আনাগোনা। একসময়ে প্রচুর এমব্রয়ডারি শিল্পী থাকতেন মধ্যমগ্রামে। মূলত মুসলীম এই সব শিল্পীর কাজ সমাদৃত হতো দিল্লির রাজদরবারে। মুম্বাই, দক্ষিণ ভারতে যেত মধ্যমগ্রামের সেই হস্তশিল্প। আজ সে সব ইতিহাস। কিন্তু ইতিহাস নয়, রীতিমত বর্তমান মধ্যমগ্রাম-বারাসতের কালীপুজোর ধুম। বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান এর ৬ষষ্ঠ ভাগে তারই কিছু ঝলক।

মধ্যমগ্রামের পূর্বাসা মানে ঠিক বিমলা হলের বিপরীতে পূর্বাসা যুব পরিষদ এর এবছরের ভাবনায় “গঙ্গা দর্শনে কাশী”। যেখানে থাকছে লাইভ গঙ্গা আরতি ও শুনতে পাবেন কাশী থেকে নিয়ে আসা সানাইবাদক এর লাইভ সানাইয়ের সুর। অন্যদিকে, গঙ্গানগর এর গাঁতি পালপাড়ার উজ্জ্বল সংঘের এবারের চমক লাইভ ছিন্নমস্তা। আবার গঙ্গানগরের দু’নম্বর কলোনির যুবক সংঘের এবছরের ভাবনার মূল বিষয় ক্যান্সার ডিজিজ। যেখানে দেখা যাবে প্যান্ডেলের চারিদিকে কর্কট রাশিতে ছেয়ে গেছে। আর ঠিক তারই পাশে দেখা যাবে অস্ত্র হাতে জীবাণু বিনাশ করতে দন্ডায়মান কালীকে।

অপরদিকে বারাসাতের টাকি রোডের পাশে পুজো আগুয়ান সংঘ, এবার ৪৮ বছরে পা দিল। তাদের থিম কেরলের শবরীমালা মন্দির। আর প্লাস্টার অফ প্যারিস দিয়ে মন্ডপ সজ্জা রচনা করেছেন প্রদীপ কর এবং সুজয় পাল চৌধুরী। কুমোরটুলিতে তৈরি কষ্টিপাথরের আদলের প্রতিমার পাশাপাশি থাকবে বিভিন্ন দেবদেবীর মূর্তি।

আর এই সব পুজোর মধ্য থেকে বাছাই করা বেশ কয়েকটি পুজোকে দেওয়া হবে ‘বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান, ২০১৯’। উদ্যোক্তা ‘হাইলাইট নিউজ এক্সপ্রেস’। বিচারক হিসেবে থাকছেন দুই প্রতিষ্ঠিত বরিষ্ঠ সাংবাদিক অশোক সেনগুপ্ত ও দিব্যেন্দু ঘোষ, নৃত্যশিল্পী ইন্দ্রানী গঙ্গোপাধ্যায়, আন্তর্জাতিক অ্যাথলিট প্রবীর সরকার এবং ফ্যাশন ডিজাইনার প্রমিত মুখোপাধ্যায়। সামগ্রিক ব্যবস্থাপনায় রয়েছেন চ্যানেল হেড ইন্দ্রানী সেনগুপ্ত।

এরই পাশাপাশি মিডিয়া পার্টনার হিসেবে থাকছে, সংবাদপ্রতিখণ, বেঙ্গল টুডে, বিবিপি নিউজ, লাভ এন অ্যাফেয়ার ও নজরে বাংলা চ্যানেল। সহযোগী পার্টনার হিসেবে রয়েছেন, ড. সিদ্দিকী ফাউন্ডেশন এর ফাউন্ডার চেয়ারম্যান ড. ইকবাল সিদ্দিকী (নিউরোসার্জেন, কন্স্যালটেন্ট ব্রেইন ন স্পাইন সার্জেন), চন্দনা মেমোরি অফ ট্রাস্ট এর কর্ণধার নুপুর সাহা , এসআরআইএএইচসি এর কর্ণধার কুমারেশ রায় প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় থাকছেন বিশিষ্ট বাচিক শিল্পী জয় সরকার।

Advertisements

Leave a Reply