November 5, 2024

Kolkata : কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিরাট রক্তদান উৎসব

0
Advertisements

HnExpress শিখা দেব, কলকাতা ঃ মানুষের পাশে, মানুষের কাছে এই ভাবনাতেই ২৫ বছর ধরে সেবার মধ্যে দিয়ে কাজ করে চলেছে কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন (Kalighat Sports Lovers Association)। খেলাধুলোর পাশাপাশি সমাজের জন্য এক মহৎ কাজ হলো রক্তদান (Blood Donation Camp) উৎসব সংগঠিত করা। থ্যালাসেমিয়া, ক্যান্সার আক্রান্ত মুমূর্ষু রুগির রক্তের ঘাটতি পুরণের লক্ষ্যে রাজ্য জুড়ে রক্তদান উৎসবে রূপায়িত হয়েছে।

তাই নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) আদর্শকে সামনে রেখে কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন আগামী ২৩শে জানুয়ারি নেতাজির জন্মতিথিতে নেতাজি ইনডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) এক বিরাট রক্তদান উৎসবের আয়োজন করেছে। এই রক্তদান শিবিরে (Blood Donation Camp) প্রায় তিন হাজার রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করবেন।

শনিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে (Kolkata Sports Journalist Club) সাংবাদিক বৈঠকে ক্লাব সচিব স্বপন ব্যানার্জি বলেন, বাংলার এই বৃহত্তম রক্তদান শিবিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা আসবেন। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার দুলাল বিশ্বাস ও দীপঙ্কর রায় এবং অভিনেত্রী মিঠাই, সৌমি, তৃষা কুন্ডু, সোহেল দত্ত, সোমনাথ সিংহ রায়, শেখ লালন, সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য, সুভেন রাহা ও পূর্ণেন্দু চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাপস হালদার।

Advertisements

Leave a Reply