January 21, 2025

কলকাতা লিগে খেলতে পারে সবুজ-মেরুন?

0
Advertisements

HnExpress শিখা দেব কলকাতা ঃ কলকাতা ফুটবল লিগে মোহনবাগান খেলবে, আর তা বুধবার ৩১শে আগস্ট অনেকটাই পাকা হয়ে গেল। এ যেন গণেশ পুজোর দিনে সিদ্ধিলাভ। আই এফ এর কাছে মোহনবাগান টাকা পায়।



তাই নিয়ে হুমকির সুরে সচিব দেবাশিস দত্ত বলেছিলেন, ৩১ আগস্টের মধ্যে যদি বকেয়া অর্থের ব্যাপারে কোনও কথা না হয় তাহলে লিগে খেলা সম্ভব নয়। সেই পরিপ্রেক্ষিতে এদিন আই এফ এর সচিব অনির্বাণ দত্ত মোহন তাঁবুতে যান।



কথা বলেন সচিব দেবাশিস দত্ত ও ফুটবল সচিব স্বপন ব্যানার্জির সঙ্গে। ফলশ্রুতি আলোচনা শেষে সচিব অনির্বাণ দত্ত বলেন, আমরা সম্পূর্ণ আশাবাদী সবুজ মেরুন শিবির খেলবে কলকাতা ফুটবল লিগে।



তবে অন্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নিতে আগামী ৫ই সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন তিনি। তাহলে কি এবার মোহনবাগান কলকাতা লিগে খেলবে? এই প্রশ্নের উত্তরে সচিব দেবাশিস দত্ত বলেন, “চায়ের কাপ আর ঠোঁটের দূরত্বে রয়েছি।”

Advertisements

Leave a Reply