অভিষেকের গ্রেফতার স্থগিত সোমবার অব্দি, নির্দেশ সুপ্রিম কোর্টের
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ অভিষেকের গ্রেফতার সোমবার অব্দি স্থগিত রাখলো দেশের সর্বোচ্চ উচ্চ আদালত। আগামী সোমবার পর্যন্ত গ্রেফতার করা যাবে না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জিকে। কয়লা পাচার মামলায় সাময়িক স্বস্তি পেলেন অভিষেক ব্যানার্জি।
শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয় যে, সোমবার পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও চরম পদক্ষেপ গ্রহণ করতে পারবে না তদন্তকারী সংস্থা ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। তাঁকে সোমবার পর্যন্ত কোনো ভাবেই গ্রেফতার বা আটক করা যাবে না।
এদিনই, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে দফায় দফায় জেরা করা হয় অভিষেক ব্যানার্জিকে। তার মধ্যেই স্বস্তির খবর এসে পৌঁছায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে। আবারও কয়লা কাণ্ডে ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক।
সল্টলেকে সিজিও কমপ্লেক্সের দফতরে এদিন নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যান তিনি। এর আগেও দু’দফায় তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তবে দু’বারই দিল্লিতে ইডির সদর দফতরে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তৃণমূল নেতাকে।
এবার তাঁকে কলকাতার দফতরেই তলব করেছিল ইডি। এদিন সকাল থেকেই জেরার পর জেরা করা হয়েছিল অভিষেকের। অভিষেকের দাবি, আমি নিরপেক্ষ তদন্তের স্বার্থে আগেও ইডির সাথে সহযোগিতা করেছিলাম, আর এখনও সহযোগিতা করছি।