প্রায় ৪০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার মুকুল ঘনিষ্ঠ নেতা বাবান ঘোষ
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ গড়িয়ার পাটুলি থেকে ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ গ্রেফতার করল মুকুল ঘনিষ্ঠ বাবান ঘোষ নামের বিজেপির শ্রমিক সংগঠনের নেতাকে। সুত্র অনুযায়ী জানা গিয়েছে, বাবান ঘোষ বিজেপি নেতা মুকুল রায়ের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। সম্প্রতি এক ঝাঁক টলিউড অভিনেতার সঙ্গেই দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন এই বাবান ঘোষ।
তবে পুলিশ সূত্রের খবর, ২০১৫ সালে বেহালার সরশুনা থানায় বাবানের বিরুদ্ধে এফআরআই দায়ের করেন সন্টু মণ্ডল নামে এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, রেল মন্ত্রকের একটি কমিটির সদস্য করে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে প্রায় ৪০ লক্ষ টাকা আদায় করেন অভিযুক্ত। কিন্তু প্রতিশ্রুতি মতো ওই ব্যবসায়ীকে কমিটির সদস্য করতে পারেননি তিনি।
এফআরআই পাওয়ার পর থেকেই পুলিশের নজরে ছিলেন বর্তমানে বিজেপির শ্রমিক সংগঠনের ওই নেতা। গত সোমবার রাতে তাঁর বাড়িতে গিয়ে রীতিমতো তাঁকে ঘুম থেকে তুলে গ্রেফতার করল পুলিশ। তবে অন্যদিকে তাঁর দল বিজেপির দাবি, বাবান এলাকার একজন অন্যতম দলীয় সংগঠক।
যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ঃ ৮২৪০৯০২৪৪৫
খুবই অল্প সময়ের মধ্যেই তিনি টালিগঞ্জের স্টুডিও পাড়াতেও বিজেপির প্রভাব বিস্তারে সহায়ক ভূমিকা পালন করে ছিলেন। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলেই দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।
যদিও পুলিশ সূত্রে আরও খবর, একই মামলায় নাম রয়েছে মুকুল রায়েরও। তাঁর বিরুদ্ধেও সরশুনা থানার পুলিশ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে জানা গেছে। এই ব্যাপারে এদিন বাবান ঘোষ বললেন, “এত পুরনো একটা ঘটনা, তা নিয়ে পরিকল্পনা মাফিক কাজ করছে পুলিশ। তবে আমি বিশ্বাস করি আইন আইনের পথেই চলবে।
আর তাছাড়াও আমার সাথে তো দলের উচ্চ নেতৃত্বরা রয়েছেনই, তাঁরাও এই পরিকল্পিত ঘটনার উপর নজর বিশেষ রাখছেন”। সবশেষে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, “কাটমানি খাচ্ছেন তৃণমূল নেতারা, আর তাদের দায়ভার পরিকল্পনা মাফিক জোর করে কাঁধে চাপিয়ে দিয়ে গ্রেফতার করা হচ্ছে আমাদের দলের নেতাদের”।