ফুটবলে নতুন দিশা দেখছেন নয়া সভাপতি কল্যাণ চৌবে



HnExpress শিখা দেব, কলকাতা ঃ আর কিছুদিন বাদে ভারতের মাটিতে শুরু হচ্ছে সতেরো বছর বয়সী মেয়েদের বিশ্বকাপ খেলা। এই প্রতিযোগিতা সফল করাটাই প্রধান লক্ষ্য, এই কথা বললেন নব নির্বাচিত ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। তিনি বলেন, আগামী দিনে মেয়েদের ফুটবল লিগেরও আয়োজন করা হবে।



ছেলেদের সঙ্গে তাদের অর্থের বৈষম্য না থাকে তাও দেখতে হবে আমাদের। স্কুল পড়ুয়াদের দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন আছে। কোচদের জন্যে অ্যাকাডেমি করতে হবে। জাতীয় ফুটবলের গরিমা আবারও ফিরিয়ে আনতে হবে। তাই অবিলম্বে বন্ধ হয়ে যাওয়া টুর্নামেন্টকে চালু করা দরকার।



প্রাক্তন ফুটবলারদের নিয়ে টেকনিক্যাল কমিটি গড়া হয়েছে ফুটবলের স্বার্থে। বাংলার ফুটবলকে কদর করা শিখতে হবে। তিন প্রধানকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। এবারে বাংলার দুই ফুটবলারের নাম অনুমোদনের জন্যে পাঠানো হবে পদ্মশ্রী ও অর্জুন সম্মানের জন্যে। ফুটবলের জন্যে স্বচ্ছ চাই ফেডারেশন।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: