এক অজানা কাহিনী, ‘বলরাম’

0


HnExpress শিখা দেব, কলকাতা ঃ কলকাতা ময়দানে ষাটের দশকে ফুটবলার বলরাম বলতে সবাই রঙিন স্বপ্ন দেখতেন। লাল হলুদ জার্সি গায়ে যখন তিনি মাঠে নামতেন, তখন সেকি উল্লাস। তা ভাবতেও বেশ অবাক হতে হয় আজ। ভারতীয় ফুটবলে বলরাম একটা অন্য নাম ছিল। যদিও ভারতীয় ফুটবলে তিনি কোনও দিনই অধিনায়ক পদটি পাননি।



জানা যায়, এক সময় পদ্মশ্রী সম্মান পাওয়ার জন্যে নাম নির্বাচিত হলেও, শেষ মুহূর্তে তা আর প্রাপ্তির ঝোলায় আসেনি। ইস্ট বেঙ্গল বেনিফিট ম্যাচ করবে বলে সেখানেও ঘটে বিপত্তি। অভিমানী বলরাম একদিন ক্লাবের সঙ্গে সব সম্পর্ক ছেদ করে দেন। এমন অনেক টুকরো টুকরো ঘটনা নিয়েই সাংবাদিক শ্যাম সুন্দর ঘোষের লেখা “বলরাম” বইটি প্রকাশিত হলো কলকাতা প্রেস ক্লাবে।



উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুকুমার সমাজপতি, বিশ্বজিৎ ভট্টাচার্য, নাসির আমেদ, জামসেদ নাসিরী, দিব্যেন্দু বড়ুয়া, গোপীনাথ ঘোষ ও নীলিমেশ রায় চৌধুরী সহ অন্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এদিন ভার্চুয়ালে বলরাম বাবু প্রশ্নের প্রতিউত্তর দেন।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply