January 21, 2025

ভারতীয় ফুটবলে আবারও ইন্দ্রপতন, প্র‍য়াত কিংবদন্তি ফুটবলার বলরাম

0
Advertisements


HnExpress শিখা দেব, কলকাতা ঃ ভারতীয় ফুটবলে আবারও ইন্দ্রপতন। কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরাম চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮৭ বছর। অকৃতদার বলরাম বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।

ভারতীয় ফুটবলে শিব ব্রহ্মা মহেশ্বর বলতেই চুনী, বলরাম আর পিকে ছিলেন। ভারতীয় ফুটবলে তাঁর অবদান একটা ইতিহাস। অলিম্পিক গেমসে ভারতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন তিনি। অর্জুন পুরস্কার পেলেও পদ্মশ্রী না পাওয়ায় একটা আক্ষেপ ছিলই। ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে একটা নাড়ির টান ছিল। ক্লাবে প্রচুর ট্রফি এসেছে তাঁর গোল থেকে।



কিন্তু সেই ক্লাবের কর্মকর্তারা পরবর্তী সময় বলরামের প্রতি ভালো ব্যবহার করেননি বলে জানা গেছে। তাই অভিমানী বলরাম ক্লাবের সঙ্গে যোগাযোগ রাখতেন না। তিনি জীবদ্দশায় তাঁর দেহদান করে গেছেন, কিন্তু তা কার্যকর করা সম্ভব হচ্ছে না। হায়দরাবাদ থেকে কলকাতায় খেলতে এসে পুরোপুরি বাংলার মানুষ হয়ে যান। বলরামের প্রয়াণে ভারতীয় ফুটবল জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Advertisements

Leave a Reply