এবারে গ্রেফতার প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময়
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ এসএসসি দুর্নীতি মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেফতার প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে নিজাম প্যালেসে তাঁকে ডেকে পাঠায় সিবিআই। এরপর টানা ছ’ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। তারপর গ্রেফতার করা হয় কল্যাণময়কে।
এদিন সন্ধ্যায় তাঁকে মেডিক্যাল পরীক্ষার জন্যও নিয়ে যাওয়া হয়। শুক্রবার তাঁকে আদালতে হাজির করায় সিবিআই।গ্রেফতার করার পর যখন কল্যাণময়কে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি শুধু কোনো মতে বলেন, “যেটা বলেছি, সেটাই সত্যি।” কিন্তু তিনি ঠিক কী বলেছিলেন? সূত্রের দাবি, কল্যানময় বলেছিলেন, “পর্ষদ এবার কলঙ্কমুক্ত হবে।”
তবে তিনি নিজে ওই বিষয়টিই বলতে চেয়েছেন কি না, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। কিন্তু এটা অস্বীকার করার কোনও জায়গা নেই যে, কল্যাণময় নিজে হাতেই নিয়োগপত্র দিতেন। গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রেও তাঁর সক্রিয় ভূমিকা থাকত। ফলত এসএসসি দুর্নীতির মামলায় ভুয়ো নিয়োগপত্রে সই করার অভিযোগ রয়েছে কল্যাণময়ের বিরুদ্ধে।