এসএনইউ হঠাৎই সরে গেলো, কিন্তু কেন?

0


HnExpress শিখা দেব, কলকাতা ঃ এমন ভাবে আইএফএ এর সঙ্গে সম্পর্ক থেকে সরে যেতে হলো কেন? মাত্র সাতদিন আগে হই হই করে কলকাতার একটি পাঁচতারা হোটেলে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে আচার্য্য সত্যম রায় চৌধুরী বলেছিলেন, “আমরা ফুটবলের জন্য স্পনসর হিসাবে দীর্ঘ মেয়াদী চুক্তিতে সই করতে চাই।”

শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন

কলকাতা ফুটবল লিগে যেখানে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং খেলে, সেখানে ইচ্ছা অন্য ভাবে প্রকাশ পায়। কিন্তু সুপার সিক্সের খেলায় মোহনবাগান এবার খেলছে না। ইস্ট বেঙ্গল কাদের নিয়ে খেলছে, ভবানীপুর প্রশ্ন তুলেছে। তারপরে আইএফএ দপ্তরে কর্মকর্তাদের মধ্যে ব্যবধান।



এই পরিবেশে থাকা সম্ভব নয় বলে এস এন ইউ এর কর্তৃপক্ষ তাদের পক্ষে থেকে জানিয়েছেন। তাই স্পনসরসীপ থেকে এই মুহূর্তে সরে যেতে বাধ্য হতে হলেন তিনি। সচিব অনির্বাণ দত্ত চিঠিতে একথা স্বীকার করেন। তিনি স্পন্সরের সঙ্গে কথাও বলতে চান।

শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা

এই ব্যাপারটা নিয়ে সবাই রীতিমতো অবাক হয়ে গেছেন। সভাপতি অজিত ব্যানার্জি সব কিছুর প্রতি নজর রাখছেন বলে জানিয়েছেন। এদিকে কলকাতা ফুটবল লিগে অবনমন নিয়ে বেশ কয়েকটি ক্লাব চিঠি দিয়েছে।



একটি ক্লাব সংগঠন আইনের পথেও গেছেন বলে জানা গেছে। সব নিয়ে বড়ো চিন্তার কথা বলছে আইএফএ দপ্তরে। এখন এটাই দেখার বিষয়, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply