December 10, 2024

ডুরান্ড কাপ ফুটবল ডার্বি ম্যাচে বাজিমাত করল মোহনবাগান

0
Image Editor Output Image810695230 1661803097975
Advertisements



HnExpress শিখা দেব, কলকাতা ঃ ডুরান্ড কাপ ফুটবল ডার্বি ম্যাচে আবার মুখোমুখি মোহনবাগান আর ইস্টবেঙ্গল। উত্তেজনায় ঠাসা রবিবাসরীয় খেলায় মোহনবাগান বাজিমাত করলো ১-০ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে। সমর্থকদের মধ্যে উদ্দীপনা থাকলেও, খেলার মাঠে তার আঁচ পাওয়া গেলো না। এক কথায়, খেলা ছিল সাদামাটা।

খেলায় শুধুমাত্র মোহনবাগানের প্রাধান্য ছিল। ইস্টবেঙ্গল পাল্টা আঘাত হানার চেষ্টা করে কোনও সুযোগ কাজে লাগাতে পারেনি। সবুজ মেরুন শিবিরের লিস্টন ও পোগবা মাঝে মাঝে চাপে ফেলেছেন লাল হলুদ শিবিরের রক্ষণ ভাগকে। এলোমেলো ফুটবলে এদিন দুই দলের ফুটবলাররা মেতে ওঠেন। কোনও পরিকল্পনা ছিল না আক্রমণ গড়ে তোলার জন্য।



ভুল পাস আর পাসে খেলার চেহারায় রঙ বদলায়নি। সময় নষ্ট করা ছাড়া আর অন্য কিছু ছিল না। খেলার প্রথম পর্বের শেষ মিনিটে মোহনবাগানের লিস্টনের একটা কর্নার থেকে উড়ে আসা বলটি রক্ষা করতে গিয়ে সুমিত পাসা নিজের গোলের জালেই তা জড়িয়ে দেন। ফলে আত্মঘাতী গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। ইস্টবেঙ্গলের কোচ খেলোয়াড় বদল করেও কিছু করতে পারেননি।



দ্বিতীয় পর্বে খেলার ছক পরিবর্তন করে খেলায় সমতা ফিরিয়ে আনার চেষ্টা করেও কোন লাভ হয়নি ইস্টবেঙ্গলের। বরঞ্চ তিন চারটে কর্নার আদায় করে নেয় মোহনবাগান। কিন্তু তাতেও সবুজ মেরুন শিবির গোলের ব্যবধান বাড়াতে পারেনি। তবুও খেলা শেষে ইস্টবেঙ্গল ছিটকে গেলো প্রতিযোগিতা থেকে। আর মোহনবাগান নকআউট পর্যায়ে খেলার পথ পরিস্কার করে নিল।

Advertisements

Leave a Reply