‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ, কলকাতার সাংবাদিকরা ও প্রেস ক্লাব কলকাতা‘

0

HnExpress নিজস্ব সংবাদদাতা, কলকাতা ঃ বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আসন্ন জন্ম শতবার্ষিকী এবং বাংলাদেশ এর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে প্রকাশিত হল এক ঐতিহাসিক দলিল। কলকাতা প্রেস ক্লাব প্রকাশিত সেই বইটির নাম করণ করা হয়েছে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ, কলকাতার সাংবাদিকরা ও প্রেস ক্লাব কলকাতা’।

কলকাতার সাংবাদিকরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সময় খবর সংগ্রহে ঝাঁপিয়ে পড়েছিলেন। রণাঙ্গনের প্রত্যক্ষ ঘাত-প্রতিঘাত বাংলাদেশের জন্ম সবই ঘটে তাঁদের চোখের সামনেই। সেদিন তাঁরা যা লিখেছিলেন আর যে অভিজ্ঞতা তাদের মনের মধ্যে থেকে গিয়েছিল, তা নিয়েই এই সংকলন। কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (সংবাদ) মোফাকখারুল ইকবাল তাঁর স্বোপার্জিত অর্থ থেকে বইটি প্রকাশনার আর্থিক সহায়তা দান করেছেন।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ঃ ৮২৪০৯০২৪৪৫।

বইটির সংকলক-সম্পাদক তথা কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুরের কথায়, “এই ঐতিহাসিক দলিল অনেক আগেই করা উচিত ছিল। এখন না করলে হয়তো একটু বেশি দেরি হয়ে যেত। তাই কলকাতা প্রেস ক্লাবের ৭৫ বছর অনুষ্ঠান উপলক্ষে আমরা এই অনন্য উপহার দেবার চেষ্টা করলাম।“

৪০৮ পাতার বইটির মূল্য মাত্র ৫০০ টাকা। যদিও আগ্রহীরা ক্লাব থেকে এটি আপাতত অর্ধেক মূল্যে কেনার সুযোগ পাবেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবের এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেছেন।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply