International চিনের আবাসিক স্কুল হোস্টেলে অগ্নিদগ্ধ হয়ে মৃত ১৩
HnExpress ওয়েবডেক্স নিউজ, চিন : মধ্যরাতে আবাসিক স্কুলের ছাত্রাবাসে বিধ্বংসী আগুনে ঝলসে প্রাণ হারালেন তৃতীয় শ্রেণীর ১৩ জন পড়ুয়া। দুর্ঘটনাটি ঘটেছে চীনের (China) মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে (Hannan Pradesh)। হেনানের ইয়ানশানপু গ্রামের ইংকাই স্কুলে শুক্রবার রাত ১১টা নাগাদ আগুন লাগে। সুত্রের খবর অনুযায়ী, ঘটনাস্থল থেকে উদ্ধার করা এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধারকারী সহ স্থানীয় দমকল গাড়ি ( Rescue Team and fire brigade) দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অনেক চেষ্টার পর রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি (BBC) সূত্রে জানা গেছে, নানিয়াং (Naniang) শহরের কাছে স্কুলের ম্যানেজারকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।
তবে মৃত ছাত্রদের পরিচয় বা আগুন (Fire) লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। তবে দমকল বাহিনীদের (Fire Brigade) সতর্ক করার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে এটি নিভিয়ে ফেলা হয়। আরোও জানা গেছে যে, বোর্ডিং স্কুলটি প্রাথমিক গ্রেডের শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহ করে।
যদিও এটির সাথে একটি সংযুক্ত কিন্ডারগার্টেন (Kindergarten) রয়েছে। বিল্ডিং এবং সুরক্ষামানগুলির শিথিল প্রয়োগের কারণে চীনে (China) এই ধরনের বিধ্বংসী ও মারাত্মক অগ্নিকাণ্ড কিছু অস্বাভাবিক নয়। গত বছর নভেম্বরে চিনের শানসি প্রদেশের (Sansii Prades) লুলিয়াং শহরের একটি অফিস ভবনেও বড় অগ্নিকাণ্ডে প্রায় ২৬ জনের মৃত্যু হয়।