কয়েক মিনিটের টর্নেডোতে লণ্ডভণ্ড হয়ে গেল অসমের বরপেটা

0


HnExpress নিজস্ব প্রতিনিধি, অসম ঃ মাত্র কয়েক মিনিটের টর্নেডো ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেল অসমের বরপেটার একটি গ্রাম। শনিবার সকালে হঠাৎই এই টনের্ডোর সৃষ্টি হয়। মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়েছিল ঘূর্ণিঝড়টি। কিন্তু ওই একটু সময়ের মধ্যেই সামনে যা পড়েছে তাকেই খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে গিয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রের খবর, শনিবার সকাল সাড়ে দশ-টা নাগাদ বরপেটার রোমারি গ্রামে এই ছোটোখাটো টর্নেডোর সৃষ্টি হয়। বরপেটার ডেপুটি কমিশনার তেজপ্রসাদ ভূষল বলেন, ‘এই ঝড়ে সাতটি কাঁচাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহত এর কোনো খবর নেই।’ প্রশাসন তরফে জানা গেছে, এই ঘূর্ণিঝড়টির উৎপত্তি ব্রহ্মপুত্র নদী থেকে।



আর এই নদী থেকে কিছুটা দূরেই অবস্থিত অসমের রোমারি গ্রাম। সেই গ্রামের দিকেই রুদ্র মূর্তি ধারণ করে ধেয়ে গিয়েছিল ঝড়। তবে ঝড়ের পরিসর এবং ঘূর্ণন কম থাকায় খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর। কিন্তু এই ধরনের ঝড় খুবই বিরল বলে জানিয়েছেন তেজপ্রসাদ ভূষল।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply