“হারিয়ে যাচ্ছে হাওর, হেরে যাচ্ছে হাওড়া”

0


HnExpress অভিজিৎ হাজরা, উলুবেড়িয়া, হাওড়া : রাজ্যের নীম্ন গাঙ্গেয় অববাহিকায় হাওড়া (Howrah) জেলার অবস্থান। নদীর নিম্ন ভূমি রূপে নানা Rich Water body সৃষ্টি হয়েছে, সেই ভূমি রূপের আঞ্চলিক ভাষায় নাম “হাওড়” থেকে সৃষ্টি হয়েছে এই হাওড়া (Howrah) জেলার। সভ্যতার বিকাশ কোনো না কোনো নদী, হ্রদ, জলকে কেন্দ্র করে বিকশিত হয়।

কিন্তু এই জেলার বিকাশ “হাওর”কে কেন্দ্র করে গড়ে উঠেছে। আর “হাওর” -এর আশেপাশে গড়ে উঠেছে জেলার জীব বৈচিত্র্যের বিকাশ। কিন্তু কালের নিয়মে হারিয়ে যাচ্ছে সেই “হাওর”, এলোমেলো হয়ে যাচ্ছে জন বিন্যাস, রোজ চলে যাচ্ছে “হাওর”কে ঘিরে হাজার জীবিকার (occupation) সুযোগ।



সুখী পরিবার হয়ে যাচ্ছে পরিযায়ী শ্রমিক। আরো কতো কী! সুস্থ জীবনে রোজ থাবা বসাচ্ছে মারন ব্যাধি। এই সব কিছু থেকে আলোর উৎসের সন্ধানে আলোচিত হলো জেলার খুব প্রয়োজনীয় কিছু বিষয়। গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমায় উলুবেড়িয়া ইনস্টিটিউট এন্ড লাইব্রেরির (Uluberia Institute and Library) উদ্যোগে “হারিয়ে যাচ্ছে হাওর, হেরে যাচ্ছে হাওড়া” শীর্ষক আলোচনা শিবির অনুষ্ঠিত হয় এদিন।

এই অনুষ্ঠানের ভাবনা ও পরিকল্পনার আধার হলেন বিশিষ্ট পরিবেশকর্মী শুভ্রদ্বীপ ঘোষ। অনুষ্ঠানের তিন বক্তা তপন সাহা (অবসরপ্রাপ্ত, বরিষ্ঠ বিজ্ঞানী), ড. স্বাতী নন্দী চক্রবর্তী (বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী, লেখিকা), তিয়াসা আঢ্য (বিশিষ্ট পরিবেশবিদ্যার গবেষক) স্লাইড শো (slideshow) এর মাধ্যমে উপস্থিত দর্শকদের প্রাণবন্তভাবে বিষয় এর গুরুত্ব বোঝালেন ও সচেতন করলেন।

এরই পাশাপাশি প্রশ্নোত্তর পর্বেও যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেন তাঁরা। একথা বলাই যায় যে, উপস্থিত প্রত্যেক দর্শক যেমন আলাদা উন্মাদনায় এসেছিলেন তাঁরা পরিপূর্ণতা নিয়েই বাড়ি ফিরলেন। অনুষ্ঠানের শুরুতেই বালেশ্বর (Balasore) ট্রেন দুর্ঘটনায় নিহত যাত্রীদের প্রতি এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শোক জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠান চলাকালীন একের পর এক ছবি আঁকতে থাকেন বিশিষ্ট চিত্রশিল্পী রণজিৎ রাউত। অবশেষে তিনি ফুটিয়ে তুললেন জীব বৈচিত্রের জলাভূমির গুরুত্বপূর্ণ কিছু ছবি। এই সেমিনারে উপস্থিত ছিলেন শতাধিক বিভিন্ন পেশার সাথে যুক্ত স্বনামধন্য ব্যাক্তিবর্গ।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply