ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে হাওড়া জেলা হবে বিরোধী শূন্য, দাবি প্রাক্তন উপপ্রধানের

0


HnExpress অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া : ৮ই জুলাই ২০২৩, রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর এই মনোনয়নপত্র জমা দেওয়াকেই কেন্দ্র করে চলছে তুমুল অশান্তিও। খুন ও জখমও হয়েছে অনেক। গ্ৰামীণ হাওড়া জেলার আমতা ১ নম্বর পঞ্চায়েত সমিতির গ্ৰাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আসনে নির্বিঘ্নে শাসক দল সহ বিরোধী দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।


প্যারামেডিক্যাল কোর্সের জন্য আগ্রহীরা সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে —


অন্যদিকে এদিন, আমতা ১ নম্বর পঞ্চায়েত সমিতির বসন্তপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান কাজী শফিকুর রহমান তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে বসন্তপুর গ্ৰাম পঞ্চায়েতের ১৬৩ নং বুথ থেকে মনোনয়নপত্র জমা দিয়ে বললেন, রাজ্যের বিরোধী দলগুলি তাঁদের প্রার্থী খুঁজে না পেয়ে শাসক দলের বিরুদ্ধে তাঁদের প্রার্থীকে মনোনয়নপত্র জমা করতে না দেওয়ার, হুমকি, ভয় দেখানো, মারধোর করার মিথ্যা অভিযোগ করছেন।



জনগণ তৃণমূল কংগ্রেস দলের পাশে ছিলেন, আছেন ও থাকবেন। এবারের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আমতা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সমস্ত গ্ৰাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সব কয়েকটি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হবেন। কোনো গ্ৰাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বিরোধীরা পাবেন না। হাওড়া জেলা পরিষদও তৃণমূল কংগ্রেসের দখলেই থাকবে। বিরোধীরা ধূলিসাৎ হবেই, এমনটাই দাবি তাঁর।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply