হাওড়া ব্রিজে বাস সংঘর্ষে চালক সহ আহত ১২ জন যাত্রী



HnExpress নিজস্ব প্রতিনিধি, হাওড়া ঃ বৃহস্পতিবার সকালে মুখোমুখি দুটি বাসের সংঘর্ষ ঘটে হাওড়া ব্রিজের উপরে। দুটি বাসের চালক সহ জখম হন ১০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিন সকালে হাওড়া থেকে ধর্মতলাগামী একটি বাস এবং শিয়ালদহ থেকে হাওড়াগামী একটি বাস মুখোমুখি এসে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া ব্রিজের উপর।



অফিস টাইম হওয়ায় দুটি বাসই ছিল যাত্রী বোঝাই। মুখোমুখি সংঘর্ষের জেরে দুটি বাস মিলিয়ে মোট ১০ জন যাত্রী জখম হন। পাশাপাশি দুটি বাসের চালকরাও জখম হন। দুর্ঘটনার জেরে দুটি বাসেরই সামনের অংশ প্রায় পুরোটাই দুমড়েমুচড়ে যায়। তার জেরে শিয়ালদহ থেকে হাওড়াগামী বাসের চালক কেবিনে বেশ কিছুক্ষণ আটকে পড়েন।



ব্রেকডাউন ভ্যান এনে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে সরানো হয়। আহতদের হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয় তড়িঘড়ি। তবে দুটি বাসেরই চালকের অবস্থা বেশ আশঙ্কাজনক। অফিস টাইমে দুর্ঘটনার জেরে হাওড়া ব্রিজের উপর যানজটের সৃষ্টি হওয়ায় দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রীদের। 

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: