সবুজ আবিরে রেঙে উঠেছে গোটা হাওড়া

0


HnExpress অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া : আগামী ৮ই জুলাই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচনে প্রার্থী হওয়ার মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সারা বাংলা জুড়েই চলছে নানা গন্ডগোল, বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ায় বাধাসৃষ্টি, বিরোধী দলের প্রার্থী হতে চাওয়া ব্যক্তির বাড়ি ভাঙচুর, হুমকি, খুন, জখম। এছাড়াও প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য চাপ সৃষ্টি করার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে।

কিন্তু হাওড়া শহর ও গ্ৰামীণ হাওড়া জেলায় কোথাও মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কোন অশান্তির খবর, প্রার্থী না হওয়ার জন্য হুমকি, মনোনয়নপত্র প্রত্যাহার করার হুমকি দেওয়ার খবর নেই। তা সত্ত্বেও হাওড়া জেলার একাধিক গ্ৰাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে বিরোধী দলগুলি প্রার্থীই খুঁজে পেলেন না। ফলতঃ হাওড়া জেলার ১৩টি গ্ৰাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস ক্ষমতা পেল।

এর পাশাপাশি গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়ার উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমতা ১ নম্বর পঞ্চায়েত সমিতিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসল। এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দেখা গেল, হাওড়া শহর ও গ্ৰামীণ হাওড়া জেলার একাধিক গ্ৰাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক দল।


প্যারামেডিক্যাল কোর্সের জন্য আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন আমাদের সাথে—


এই জয়ের খবরে হাওড়া জেলার সর্বত্র উড়ছে সবুজ আবীর। তৃণমূল কংগ্রেস নেতা-কর্মী-সমর্থকরা আনন্দের জোয়ারে ভেসে সবুজ আবিরে একে অপরকে রাঙিয়ে দিয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠেছে। চলছে মিষ্টি মুখের পর্ব। হাওড়া জেলার প্রশাসন সূত্রে জানা যায়, হাওড়া শহর এলাকায় ডোমজুড় ব্লকের বাঁকড়া ১ নম্বর, বাঁকড়া ২ নম্বর, বাঁকড়া ৩ নম্বর গ্ৰাম পঞ্চায়েত, গ্ৰামীণ হাওড়া জেলার বাগনান ২ নম্বর ব্লকের ওড়ফূলি, চন্দ্রভাগ ও শরৎচন্দ্র গ্ৰাম পঞ্চায়েত, আমতা ১ নম্বর ব্লকের ভান্ডারগাছা, চন্দ্রপুর, কানপুর, বসন্তপুর, আনুলিয়া, খোশালপুর এবং বালিচক গ্ৰাম পঞ্চায়েত সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতা পেল।

এর মধ্যে শহর হাওড়ার বাঁকড়া ১ নম্বর গ্ৰাম পঞ্চায়েত, গ্ৰামীণ হাওড়া জেলার বালিচক ও চন্দ্রপুর গ্ৰাম পঞ্চায়েতে বিরোধী দল গুলি একটি আসনে ও প্রার্থী দিতে পারে নি। এরই পাশাপাশি গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমতা ১ নম্বর পঞ্চায়েত সমিতি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতা পেল। আমতা ১ নম্বর পঞ্চায়েত সমিতির ৩৯টি আসনের মধ্যে ২১টি আসনে বিরোধী দলগুলি তাদের কোন প্রার্থীই দিতে পারেনি।

ফলত: হাওড়ার আমতা ১ নম্বর পঞ্চায়েত সমিতিও তৃণমূল কংগ্রেস ক্ষমতা পেল। এই প্রসঙ্গে গ্ৰামীণ হাওড়া জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগনান কেন্দ্রের বিধায়ক অরুনাভ (রাজা) সেন বলেন, ‘হাওড়া শহর ও গ্ৰামীণ হাওড়ার কোথাও মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কোনো প্রকার গন্ডগোল সৃষ্টি হয়নি। কোথাও বিরোধী দলের প্রার্থী না হওয়ার জন্য কোনো হুমকিও দেওয়া হয়নি।



এবং বিরোধীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজে বাধাও দেওয়া হয়নি। তা সত্ত্বেও বিরোধী দলগুলি একাধিক জায়গায় তাঁদের প্রার্থীই খুঁজে পায়নি, ফলে প্রার্থী দাঁড় করাতে পারেনি। তাই সেই কেন্দ্রগুলিতে আমরা বিনা বাধায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা লড়াইয়ে জয়ী হলাম।

আসলে মানুষ “মা-মাটি-মানুষ” এর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উপর আস্থাশীল থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ী করেছে। আমাদের আশাবাদী, হাওড়া শহর ও গ্ৰামীণ হাওড়া জেলার বাকি গ্ৰাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি গুলিতেও তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে। হাওড়া জেলা পরিষদ শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলেই চলে আসবে।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply