অটোয় ম্যাটাডোরের ধাক্কায় এক মহিলার ডানহাত কেটে পড়লো রাস্তায়
HnExpress নিজস্ব প্রতিনিধি, হাওড়া ঃ অটোয় চেপে নার্সিং হোমে ডিউটিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে এক মহিলা। অটোয় ম্যাটাডোরের ধাক্কা লেগে অটোয় বসে থাকা মাঝবয়সী এক মহিলার ডান হাত কেটে পড়ে গেল রাস্তায়। শনিবার সকালে উলুবেড়িয়া শহরের ওটি রোডে নোনা কামারশালার কাছে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেবা মণ্ডল নামে ওই মহিলা এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন।
তাঁকে চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি দিনের মতই শনিবারও সকালে অটোয় চেপেই ডিউটিতে যাচ্ছিলেন শ্যামপুরের মাধবপুর এলাকার বাসিন্দা রেবা মন্ডল। ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীদের মতে, অটোটি উলুবেড়িয়া ষ্টেশন রোডের দিকে যাওয়ার সময় সকাল ৭ টা ১৫ মিনিট নাগাদ নোনা কামারশালার কাছে উল্টোদিক থেকে আসা ম্যাটাডোরটি অটোর ডানদিকে ধাক্কা মারে।
সংঘর্ষের ফলে অটোর ডানদিকে বসে থাকা ওই মহিলার ডান হাত কেটে রাস্তায় পড়ে যায়। দুর্ঘটনার পর আহত অবস্থায় ওই মহিলাকে প্রথমে উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় মহিলাকে। হাসপাতাল সূত্রে জানা গেছে যে, ওই মহিলার কাটা হাত জোড়া লাগানোর চেষ্টা করা চলছে। উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনার তদন্তও শুরু করে দিয়েছে। ম্যাটাডোর ও অটোর খোঁজ চালাচ্ছে পুলিশ। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল এবং গাফিলতি কার তা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ!
প্যারামেডিকেল কোর্সের জন্য আগ্রহীরা সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে।
অন্যদিকে, এই ভয়াবহ দুর্ঘটনার পর স্বভাবতই ক্ষোভে ফেটে পড়েছে এলাকার সাধারণ মানুষ। তাদের অভিযোগ, উলুবেড়িয়া শহরের মধ্যে দিয়ে যাওয়া এই ব্যাস্ত ওটি রোডে বছরের পর বছর ধরে বেপরোয়াভাবে অটো এবং ম্যাটাডোর সহ বিভিন্ন যানবাহন যাতায়াত করে। আর সেই কারণেই এদিনের এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। অবিলম্বে এই রোডে কড়া পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে সাধারণ মানুষ।