আর মাত্র ছ’দিন বাকি পঞ্চায়েত নির্বাচনের, কেন্দ্রীয় বাহিনীকে ঠিক কী ভাবে কাজে লাগানো হবে তা নিয়ে নির্দেশ দিল নির্বাচন কমিশন
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : হাতে গোনা আর মাত্র ৬টা দিন বাকি, তারপরেই রাজ্যের শুরু একদফার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন (Three-tier Panchayat Election), ২০২৩। আর এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) মোতায়েন নিয়ে নানা রকম টালবাহানা দেখাচ্ছে রাজ্য প্রশাসন। ভোটে ৩১৫ কোম্পানির কেন্দ্রীয় বাহিনীকে ঠিক কী ভাবে কোন কোন কাজে ব্যবহার করা হবে, সেই নিয়ে পুলিশ কমিশনার, জেলাশাসক, পুলিশ সুপারদের চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)।
তবে জেলার পঞ্চায়েত বুথে বুথে আদৌও কেন্দ্রীয় বাহিনী (Central Forces) মোতায়েন করা হবে কি না, সে বিষয় এখনো পরিস্কার করে কিছু জানানো হয়নি। শুক্রবার চিঠি দিয়ে বাহিনী ব্যবহারের নির্দেশিকা দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiv Sinha)। রাজ্যে আগেই ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Forces) এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) নির্দেশ অনুযায়ী কেন্দ্রের কাছ থেকে আরও ৮০০ কোম্পানি বাহিনী চেয়েছিল নির্বাচন কমিশন (Election Commission)।
কিন্তু তার মধ্যে শুধু ৩১৫ কোম্পানি বাহিনীই পাঠানোর বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Union Ministry of Home Affairs)। ওই ৩১৫ কোম্পানি বাহিনীর জওয়ানরা আসতে শুরুও করেছেন রাজ্যে। এখন এই আগত বাহিনীকে ঠিক কী কী ভাবে কাজে লাগানো হবে, তা নিয়ে চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)।এদিন কমিশনের পক্ষ থেকে চিঠিতে বলা হয়েছে, বাহিনীকে সমস্ত নাকা চেকিং ও টহলদারির কাজে লাগাতে হবে।
রাজ্যের সবকটা জেলায় ভ্রাম্যমান বাহিনী (Mobile Force) হিসাবে ব্যবহার করতে হবে এই বাহিনীকে। ভোটারদের মধ্যে আস্থা বাড়ানোর কাজও করবেন এই জওয়ানরা (Soldiers)। আর এলাকা নিয়ন্ত্রণের কাজেও ব্যবহার করা হবে বাহিনীকে (Forces)। এরই পাশাপাশি সীমান্ত (Border) এবং সীমানার চেকপয়েন্টে (border Checkpoint) নজরদারির কাজেও লাগানো হবে তাঁদের, এমনটাই সুত্রের খবর।