October 11, 2024

অবশেষে মণিপুরকান্ড নিয়ে আলোচনায় বসতে রাজি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, মণিপুর : মণিপুরের (Manipur) ঘটে চলা বিভৎস ও নারকীয় সন্ত্রাসের ঘটনায় ক্ষিপ্ত দেশের অধিকাংশ মানুষ। আর মণিপুরের (Manipur) এই বর্তমান পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনা করতে কেন্দ্রীয় সরকারের কোনও আপত্তি নেই বলে সোমবার লোকসভায় একথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে এই গুরুত্বপূর্ণ আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) অংশ নেবেন কি না তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। 

মণিপুরের (Manipur) সন্ত্রাসকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi, PM) বিবৃতির দাবিতে সংসদে ধারাবাহিক বিক্ষোভ চালাচ্ছেন বিরোধী সাংসদেরা। আর এই পরিস্থিতিতে রাজ্যসভার মতোই লোকসভার অধিবেশনও বিরোধী ও সরকারপক্ষের বাকবিতণ্ডার জেরে এ দিনের মতো সভা মুলতুবি করা হয়। সূত্রের খবর এই সন্ত্রাসের ফলে প্রায় ১৬০ জন মানুষ মৃত। দুই সম্প্রদায়ের মধ্যে হওয়া সন্ত্রাসের জেরে আজ গৃহহীন কমপক্ষে পঞ্চাশ হাজার মানুষ।

২৬৭ ধারায় লোকসভা এবং রাজ্যসভায় সব কর্মসূচি বন্ধ রেখে দুই ট্রাইবাল মহিলাকে প্রথমে গণধর্ষণ (Gang rape) ও পরে সম্পূর্ন বিবস্ত্র করে হাঁটানোর ‘ঘটনা’-সহ মণিপুরের (Manipur) সামগ্রিক সন্ত্রাস পরিস্থিতি নিয়ে ভোটাভুটি সহ আলোচনার দাবিতে শুক্রবার নোটিস দিয়েছিল কংগ্রেস সহ বেশকয়েকটি বিরোধী দল। আর এই নিন্দনীয় ঘটনায় শুধু দেশেই নয়, নিন্দার ঝড় উঠেছে গোটা বিশ্ব জুড়ে।

কিন্তু তাতে প্রথমে আলোচনায় বসতেই রাজি হয়নি মোদী সরকার। তবে জানা গেছে যে, কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী (Prahlad Joshi) ২৬৭ ধারার পরিবর্তে ১৭৬ ধারায় এ বিষয় আলোচনা করতে চেয়েছিলেন। কিন্তু বিরোধীরা তাদের দাবিতে অনড় ও অটল। এই ঘটনায় ভারতের পাশে থাকার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছে ব্রিটিশ পার্লামেন্ট (British Parliament)।

ফলে এইরকম একটি পরিস্থিতির চাপে পরে অবশেষে এদিন অমিত শাহ (Amit Shah) বলেন, ‘‘আমরা সভায় এই বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত আছি। আমি বিরোধীদের অনুরোধ করছি, আপনারা এই বিষয় নিয়ে আলোচনা করতে দিন। কারণ এই স্পর্শকাতর বিষয়ে দেশ যাতে আসল সত্যটা জানতে পারে, আর তা সবার সামনে তুলে ধরাটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি।”

Advertisements

Leave a Reply