মণিপুর ধসে বাড়ছে মৃতের সংখ্যা, নিখোঁজ ৩৮ জন
কম খরচে পরিবেশবান্ধব বাহন পেতে চাইলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
HnExpress নিজস্ব প্রতিনিধি, মণিপুর ঃ মণিপুর ধসকান্ডে ক্রমেই বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত প্রায় ২৮ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। নিখোঁজ আরও ৩৮ জন। যুদ্ধকালীন তৎপরতায় তাঁদের খোঁজে অনুসন্ধান অভিযান চলছে। জারি রয়েছে উদ্ধারকার্য। শনিবার সকালেও ফের একবার নয়া উদ্যমে উদ্ধার এবং অনুসন্ধান অভিযান শুরু করা হয়।
মণিপুরের নানি জেলার টুপুলে উদ্ধার অভিযানে সামিল ভারতীয় সেনাবাহিনী সহ অসম রাইফেলস, টেরিটোরিয়াল আর্মি, এসডিআরএফ এবং এনডিআরএফের দল। সুত্রের খবর, সর্বোতভাবে উদ্ধার অভিযান চালাতে ওয়াল রাডারেরও ব্যবহার করা হচ্ছে। এমনকী অনুসন্ধান পর্বে সহায়তার জন্য উদ্ধারকারী কুকুরের দলেরও সাহায্য নেওয়া হচ্ছে। যদিও প্রাকৃতিক এই বিপর্যয়ের জেরে কিছুটা ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান।
এখন পর্যন্ত ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮। উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছে মৃত ২৮ জনের মধ্যে ৮ জনই ছিলেন অসমের বাসিন্দা। এদিন বৃহস্পতিবার খুব ভোরে ভূমিকম্পে কেঁপে ওঠে নানি জেলার সর্বত্র। তার জেরেই ১০৭ নম্বর টেরিটরিয়াল আর্মির ক্যাম্প এলাকায় ধস নামে বলে জানা গেছে।
সেই ধসের পর থেকেই বহু সেনা জওয়ান এবং এলাকার স্থানীয় বাসিন্দারা নিখোঁজ। যার মধ্য থেকে ইতিমধ্যেই ২৯ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বেশ কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। আরও অন্ততপক্ষে ৩৮ জন নিখোঁজ বলেই প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়েছে।