বস্তা থেকে বেরিয়ে আছে পা, শ্মশান লাগোয়া পথ থেকে উদ্ধার এক নারীর মৃতদেহ
HnExpress নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর : বস্তা থেকে বেরিয়ে আছে পা, শ্মশান লাগোয়া পথ থেকে উদ্ধার এক মৃতদেহ। যা দেখে এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতদেহ আবিষ্কারের পরেই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃত দেহটি উদ্ধার করার পর দেখা যায় সেটি একটি মহিলার দেহ।
তড়িঘড়ি দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আর এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত সাঁকোয়া এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দেহটি এক মহিলার, যদিও এখনও তাঁর পরিচয় জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন সকালে শ্মশান লাগোয়া পথ ধরে কাজে যাচ্ছিলেন স্থানীয় কিছু বাসিন্দা।
সেই সময় তাঁরা দেখতে পান ওই বস্তাটি। কৌতুহলবশত হয়ে বস্তার কাছে গিয়ে তাঁরা দেখতে পান বস্তাবন্দি অবস্থায় রয়েছে এক মহিলার মরদেহ। তাঁদের দাবি, সেই সময় বস্তা থেকে দু’টি পা বাইরে বেরিয়ে থাকতে দেখেন তাঁরা।
খবরটি দাবানলের মতো এলাকায় ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান অনেকেই। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান খড়্গপুর লোকাল থানার পুলিশ ফোর্স। দেহটি ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। চলছে খানাতল্লাশি।