পশ্চিমবঙ্গ পুলিশ বনাম ইস্টবেঙ্গল, জয়ের শিরোপা লাল-হলুদ শিবিরের মুকুটে
HnExpress শিখা দেব, কলকাতা : প্রথম ম্যাচে জোর ধাক্কা খাওয়ার পরে দ্বিতীয় সাক্ষাৎকারেই ইস্টবেঙ্গল পেল জয়। সোমবার নৈহাটি স্টেডিয়ামে (Naihati Stadium) ইস্টবেঙ্গল (East Bengal) ৪-২ গোলে হারিয়ে দিলো পশ্চিমবঙ্গ পুলিশকে (West Bengal Police)। তবে পুলিশের দল সেইভাবে প্রতিরোধ গড়েও তুলতে পারেনি। বিরতির আগেই ইস্টবেঙ্গল ২-১ গোলে এগিয়ে ছিল।
একটা সময় পুলিশ সমতা ফিরিয়ে আনে। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল (East Bengal) ৪-২ গোলে জয়লাভ করে। আগামী ২০শে জুলাই বৃহস্পতিবার ইস্টবেঙ্গল (East Bengal) খেলবে খিদিরপুর ক্লাবের সঙ্গে। তবে এই ম্যাচে ইস্টবেঙ্গল জয়লাভ করলেও তারা যে একেবারই ম্যাড়ম্যাড়ে ফুটবল উপহার দিয়েছে তা বলাই বাহুল্য। এদিন শুরুর দিকে সেভাবে তাদের জমাটি আক্রমণ দেখতে পাওয়া যায়নি।
উলটে পুলিশের ভুলে তারা একটা গোল কার্যত ‘বোনাস’ হিসেবে পেয়ে যায়। ম্যাচের ১৭ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের (East Bengal) একজন ফুটবলার গোলমুখী শট নিয়েছিলেন। শটটি একেবারে নির্বিষ হলেও পুলিশের ফুটবলার (Police Footballer) তপেন্দু ঘোষের পায়ে লেগে পুলিশের আবার গোলেই ঢুকে যায়। আর এই গোলের পরেই পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal police) ফুটবল দলকে নিয়ে সমর্থকদের কটাক্ষ শুরু হয়।
ম্যাচ শেষ হতে না হতেই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হতে শুরু করে। আর সেখানেই আসতে শুরু করে একের পর এক কমেন্ট। কেউ লিখেছেন, ‘এটা একেবারেই একটি গড়াপেটা ম্যাচ’। আবার কেউ কেউ লিখেছেন, ‘এমন পারফরম্যান্স ছাড়া নাকি ফুটবল ময়দানে ইস্টবেঙ্গলকে (East Bengal) জেতানোর আর কোনও উপায়ই ছিল না।’