January 21, 2025

বারাসাতের তিতুমীর সভাগৃহে অনুষ্ঠিত হল ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব, ২০২৩

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, বারাসাত : বারাসাতের তিতুমীর সভাগৃহে নজরুল চর্চা কেন্দ্রের স্বত:স্ফূর্ত উদ্যোগ ও আয়োজনে অনুষ্ঠিত হল ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব, ২০২৩। যার মুল উদ্দেশ্য হলো, নজরুল চেতনায় আন্তঃধর্মীয় সম্প্রীতি শীর্ষক এক আলোচনা সভার। শনিবার সন্ধ্যায় দুই বাংলার মানুষের মিলনে এই জমকালো অনুষ্ঠানের সাক্ষী হয়ে রইলো বারাসাতের জেলা পরিষদের তিতুমীর সভাগৃহ।

এদিন এই গৌরবময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, লায়ন এম. এ. আউয়াল, প্রাক্তন জাতীয় সংসদ সদস্য ও চেয়াম্যান ইসলামী গণতন্ত্রী পার্টি, সহ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সাহা, আরও উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি শিখা সাহা।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুল হক (প্রাক্তন চেয়ারম্যান, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ও প্রাক্তন মুখ্যসচিব, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন), জনাব আহমেদ হাসান ইমরান (চেয়ারম্যান, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন, প্রাক্তন সাংসদ)। অধ্যাপক সিরাজুল ইসলাম (আন্তর্জাতিক খ্যাতিমান দার্শনিক ও শিক্ষাবিদ এবং চেয়ারম্যান, দর্শন বিভাগ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়)।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিচারপতি এন্তাজ আলী শাহ (প্রাক্তন চেয়ারম্যান, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন), জনাব ইমদাদুল হক নূর (বিশিষ্ট চিন্তাবিদ), অমর চাঁদ কুন্ডু (বিশিষ্ট শিক্ষাব্রতী, সমাজবন্ধু ও শিল্পোদ্যোক্তা), অধ্যাপক মালা চ্যাটার্জী ভট্টাচার্য (বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী), অধ্যক্ষ ড. সুব্রত চ্যাটার্জী (বিশিষ্ট শিক্ষাবিদ)।

উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. সিদ্ধার্থ দত্ত (বিশিষ্ট নজরুল গবেষক), সদানন্দ বিশ্বাস (বিশিষ্ট নজরুল গবেষক), জনাব শাহজাহান মন্ডল সম্পাদক, নজরুল চর্চা কেন্দ্র ও বিশিষ্ট সংগঠক, ডা: মনোজিৎ রায় (অধ্যক্ষ ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ)। সমগ্র অনুষ্ঠানের আয়োজন করে নজরুল চর্চা কেন্দ্র বারাসাত শাখা, যার প্রতিষ্ঠাতা হলেন সভাপতি ড. শেখ কামাল উদ্দীন। এদিনের অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।

Advertisements

Leave a Reply