আবারও পরাজয়ের মুখোমুখি ইস্টবেঙ্গল

0


HnExpress শিখা দেব, কলকাতা ঃ আবার হারের লজ্জায় মুখ ঢাকতে হলো ইস্টবেঙ্গলকে। কী হল ইস্টবেঙ্গলের! গত শুক্রবার যুব ভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল চেন্নাইয়ের সঙ্গে। ঘরের মাঠেই হেরে মাঠ ছাড়তে হলো লাল হলুদ দলকে। আই এস এল ফুটবলের এই ম্যাচে ইস্টবেঙ্গল হারলো ০-১ গোলে চেন্নাই দলের কাছে।



খেলার প্রথম পর্বে ইস্টবেঙ্গল চাপ সৃষ্টি করলেও, দ্বিতীয় পর্বে তার কোনও চেহারা দেখতে পাওয়া গেলো না। চেন্নাই অনেক বেশি পরিকল্পিত ফুটবল খেলে গোল পেয়ে যায়। ৬৭ মিনিটে ভাফ গোল করেন দারুন হেডে। পিছিয়ে থেকে আক্রমণ গড়ে তুলতে পারেনি ইস্টবেঙ্গল। বরঞ্চ ৭০ মিনিটে সার্থক গোলুইকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।

তবে দশজনের ইস্টবেঙ্গলকে আর গোল দিতে পারেনি চেন্নাই দল। এদিকে সাংসদ অভিষেক ব্যানার্জির দল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব প্রথম ডিভিশনে রানার্স আপ হয়ে প্রিমিয়ার বি ডিভিশনে খেলবার ছাড়পত্র পেলো। এবারে এই দল কলকাতা ফুটবল লিগে খেলার সুযোগ পেয়েছিল।



সাংসদ অভিষেক ব্যানার্জি সবাইকে অভিনন্দন জানিয়েছেন। এই ডিভিশনে সেরা আর্মি রেড দল। আবার এদিন বিশ্বকাপ ফুটবল জয়ী ব্রাজিলের প্রাক্তন ফুটবলার কফু কলকাতায় এসে বললেন, এবারের বিশ্বকাপ জিততে পারে নেইমাররা। দারুন ছন্দে আছে ব্রাজিল দল।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply