গুজরাতের ঝুলন্ত সেতু ভেঙে মৃত প্রায় ৯৬ জন, আহত বহু সংখ্যক

0


HnExpress ওয়েবডেক্স নিউজ, গুজরাত ঃ রবিবার সন্ধ্যায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গুজরাতের ঝুলন্ত সেতু। ঘটনাটি ঘটেছে গুজরাতের মোরবির মাচ্ছু নদীর উপর তৈরি ঝুলন্ত সেতুতে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু সংখ্যক মানুষ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, এমনটাই আশংকা করছে উদ্ধারকারী দল।



জানা গেছে, টানা সাত মাস ধরে সেতুটির মেরামতির কাজ চলছিল। তারপরেও কীভাবে একটি গুরুত্বপূর্ণ ব্রিজ ভেঙে পড়ল তা বুঝতে পারছে না স্থানীয় প্রশাসন। তিনদিন আগেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ব্রিজটি। তবে পুজো দেখতে কীভাবে ওই ব্রিজে ৪০০ জন উঠে পড়ল তা নিয়েও আমজনতার প্রশ্নের মুখে প্রশাসন! ফলে প্রশাসনের কর্তব্যের দিকে আঙুল তুলছেন রাজ্যের মানুষ।



বুলেটিন সূত্রের খবর, যে সংস্থা ওই ব্রিজ মেরামতির টেন্ডার পেয়েছিল তারা নাকি আগেই জানিয়েছিল ব্রিজটিতে আরও অন্তত ১৫ বছর মেরামতির কাজ করতে হবে না। কিন্তু পাঁচদিনের মাথায় সেই ব্রিজ কীভাবে ভেঙে পড়ল তা নিয়েই প্রশ্ন উঠছে। চারশো মানুষ দাঁড়িয়ে ছিলেন ব্রিজের উপর। সেটি হটাৎই হুড়মুড়িয়ে নদীতে ভেঙে পড়ায় বহু মানুষ এখনও নিখোঁজ। নদীর যে অংশে ব্রিজটি ভেঙে পড়ছে সেখানে বোট নিয়ে উদ্ধারকার্যে নেমেছেন উদ্ধারকারীরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply