January 23, 2025

জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই বিমানবন্দর থেকে আটক করা হলো কিং খানকে

0
Advertisements


~~ সবারে করি আহ্বান ~~



HnExpress ব্যুরো রিপোর্ট ঃ বিদেশ সফর থেকে ফেরার পথে নতুন করে বিপাকে পড়লেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। মুম্বাই বিমানবন্দরে নামতেই বলিউডের বাদশা কিং খানকে সাময়িক ভাবে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে বিমানবন্দরের শুল্ক দফতরের আধিকারিকরা।

বিশ্বস্ত সুত্রে জানা গেছে, শনিবার তাঁর ব্যক্তিগত বিমানে করে দুবাই থেকে সফর সেরে ফিরছিলেন কিং খান। সূত্রের দাবি, তাঁর কাছে প্রায় ১৮ লক্ষ টাকার ঘড়ি ছিল। শাহরুখ সহ তাঁর ম্যানেজার পূজা দাদলানিকেও সাময়িক আটক করা হয় সাথে বহুমূল্য সামগ্রী থাকার কারণে। বিমানবন্দরেই ছিলেন কিং খানের



বডিগার্ড ও টিমের অন্যান্য সদস্য। এমনিতেই শাহরুখের দামি ঘড়ি পরার শখ সুবিদিত। তাঁর সংগ্রহে দেশ-বিদেশের বহু দামি ঘড়িও রয়েছে। সূত্রের খবর, এবারও তেমন কিছু সামগ্রী ছিল শাহরুখের কাছে। ৬ লক্ষ ৮৩ হাজার টাকা দেওয়ার পর ছাড়া হয় তাঁকে।

মুম্বাই বিমানবন্দর সূত্রের খবর, নিয়ম মোতাবেক যা যা করতে হত, তার সবই করেন শাহরুখ। ফলে ছাড়া পেতে খুব একটা অসুবিধা বা দেরি হয়নি। অনেকটা রুটিন চেকাপের মত।

Advertisements

Leave a Reply