December 10, 2024

ফের উত্তপ্ত মণিপুর, জারি করা হলো কারফিউ

0
Prothomalo Bangla 2023 05 1a7e757d Fc13 4ed4 8ec6 5ca70db50c3a Untitled 1
Advertisements


HnExpress ওয়েবডেক্স নিউজ : ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। এদিন বিকেলে রাজধানী ইম্ফলের চেকন এলাকায় এক স্থানীয় বাজারের দখল নিয়ে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে ফের জোড়ালো সংঘর্ষ শুরু হয়। 

সুত্রের খবর, এরপরই বেশ কিছু ঘর-বাড়িতে লুঠপাট করা হয় এবং বেশ কয়েকটি বাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়ে। পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করা হয়েছে গোটা এলাকায়।



এর আগেই হিংসাত্মক আক্রমণের হাত থেকে বাঁচতে অনেকেই ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়ে গিয়েছিলেন। সেই ফাঁকা বাড়িগুলিতে অবাধে লুঠপাট চালিয়েছে দুষ্কৃতীরা।

আর এরপরই ওই এলাকায় ফের কারফিউ জারি করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডাকা হয়েছে সেনা এবং আধাসেনার জওয়ানদের।

Advertisements

Leave a Reply