কন্যাশ্রী কাপে গোলের বন্যা মাঠ জুড়ে
HnExpress শিখা দেব, কলকাতা ঃ কে বলেছে কলকাতা ময়দানে গোল দেখা যায় না। তাই একের পর এক গোল দেখতে হলে কন্যাশ্রী কাপ ফুটবলের খেলার মাঠে আসতেই হবে। আর আসলেই দেখতে পাওয়া যাবে যে গোলের বন্যায় মাঠ একেবারে ভাসছে। কোনও ম্যাচে ১৮ গোল আবার কোনও খেলায় ১৪ গোল।
হরদম ১১ বা ৯ গোল হচ্ছে। এমনই ছবি দেখতে পাওয়া গেলো সোমবার ইস্টবেঙ্গল মাঠে। ইস্টবেঙ্গল ১১-০ গোলে জিতল মতুয়া সরোজিনীর বিরুদ্ধে। ডাবল হ্যাটট্রিক করলেন সুলাঞ্জনা রাউল ও তুলসী হেমব্রম।
অন্য খেলায় কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন ৫-১ গোলে হারিয়ে দিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাবকে। কালীঘাট স্পোর্টসের হয়ে হ্যাটট্রিক সহ ৪টি গোল করেছেন প্রমিলা দাস। অপর আর একটি খেলায় পশ্চিমবঙ্গ পুলিশ ২-০ গোলে হারিয়ে দেয় বালি গ্রামাঞ্চল ক্রীড়া সমিতিকে।