January 21, 2025

দুর্ঘটনার কবলে উত্তরবঙ্গগামী রাধিকাপুর এক্সপ্রেস, লাইন ট্র‍্যাকে লড়ি

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, ফারাক্কা : এবার বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল রাধিকাপুর এক্সপ্রেস। একটি লরি আচমকাই রেল লাইনের উপর চলে আসে। যদিও লোকো পাইলটের নজরে বিষয়টি আসায় তিনি সঙ্গে সঙ্গে ট্রেনটি থামাতে উদ্যোগ নেন। এর ফলেই বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। কী ভাবে লরিটি এলো রেল লাইনের ট্র্যাকের উপর? তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।

    যদিও এ যাত্রায় চালকের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন উত্তরবঙ্গগামী রাধিকাপুর এক্সপ্রেসের যাত্রীরা। সোমবার ভোরে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। আচমকাই রেললাইনে উঠে আসা লরির সঙ্গে সংঘর্ষ হয় ট্রেনটির। সুত্রের খবর, ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে গড়িয়ে গড়িয়ে রেললাইনের উপর চলে আসে একটি পণ্যবাহী লরি।

    পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ
    জেলা খাদি মেলায় আসুন, খাদি পড়ুন, খাদি পড়ান।

    এদিকে সেই সময় ওই লাইন দিয়েই গন্তব্যের দিকে এগোচ্ছিল রাধিকাপুর এক্সপ্রেস। হটাৎই লাইনের উপর লরি দেখেই লোকো পাইলট ব্রেক কষায় একটুর জন্য মারাত্মক দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়ে যায় ট্রেনটি। তবে আচমকা এমার্জেন্সি ব্রেক কষায় রাধিকাপুর এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে আগুন লেগে যায়

    স্থানীয়রা দৌড়ে এসে উদ্ধার কাজে সহযোগিতা করেন। তবে এখনও অব্দি হতাহতের কোনও খবর নেই। বরং ট্রেনের সমস্ত যাত্রীরাই নিরাপদে আছেন বলে জানা গেছে। প্রসঙ্গত, সোমবার ভোরে ফরাক্কা থানার বল্লালপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে এক্সপ্রেস ট্রেনটি। কিন্তু লরির চালক এবং খালাসি গাড়ি থেকে ঝাঁপ দেওয়ায় বিশেষ কিছু হয়নি।

    যদিও লরির চালক ঘটনার পর থেকেই পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালু করেছে পুলিশ। ঘটনার পরেই সেখানে উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী এবং নিউ ফরাক্কা জিআরপি থানার পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছান রেলের আধিকারিকরাও। দ্রুত লাইন থেকে দুর্ঘটনাগ্রস্ত ইঞ্জিনটি সরানোর কাজ চলছে। যত তাড়াতাড়ি সম্ভব আবার পরিষেবা সচল করার জন্য উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ।

    Advertisements

    Leave a Reply