December 11, 2024

মধ্যমগ্রামের সুভাষ ময়দানে শুরু পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত জেলা খাদি মেলা

0
Image Editor Output Image 1988445629 1701638539511
Advertisements

বানিজ্যিক বাজারে খাদি শিল্পের প্রসার ঘটাতে ১লা ডিসেম্বর থেকে রাজ্য সরকারের উদ্যোগে মধ্যমগ্রামে শুরু হয়ে গেলো “জেলা খাদি মেলা ২০২৩।

HnExpress ইন্দ্রানী সেনগুপ্ত, মধ্যমগ্রাম : পশ্চিমবঙ্গ সরকারের খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে এবং উত্তর ২৪ পরগনা জেলার খাদি দপ্তরের অধিকারিক তপনজ্যোতি দাসের ব্যবস্থাপনায় ৮তম “জেলা খাদি মেলা”র শুভ উদ্বোধন অনুষ্ঠান পালিত হলো মধ্যমগ্রামের সুভাষ ময়দানে। ধামসা মাদলের তালে তালে অতিথিদের অভ্যর্থনা জ্ঞাপনের মধ্য দিয়ে মঞ্চে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। তারপর মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আয়োজিত এই জেলা খাদি মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রথীন ঘোষ, বারাসাত বিধানসভার বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী,

পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ
জেলা খাদি মেলায় আসুন, খাদি পড়ুন, খাদি পড়ান।

অশোকনগর বিধানসভার বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, স্বরূপনগর বিধানসভার বিধায়ক তথা জেলা পরিষদের সহ-সভাধিপতি বীণা মন্ডল, নাকাশিপাড়া বিধানসভার বিধায়ক তথা খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের সভাপতি কল্লোল খাঁ।

এছাড়াও এদিন মঞ্চে উপবিষ্ট ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার পৌর অধ্যক্ষ নিমাই ঘোষ, বারাসাত পৌরসভার পৌর অধ্যক্ষ অশনি মুখার্জী, ডিপিএসসির চেয়ারম্যান দেবব্রত সরকার সহ জেলার প্রশাসনিক অধিকারিকগণ। এবারের মেলায় মোট ১৮০টি স্টল বসেছে। যার মধ্যে ৫৫টিই খাদি সামগ্রীতে ভরা, আর বাকি গুলো নানা ধরনের গ্রামীণ হস্ত ও কারুশিল্পের সম্ভারে পরিপূর্ণ।

গত বছর এই মেলা থেকে প্রায় দু’কোটি ৫২ লক্ষ টাকার লভ্যাংশ প্রাপ্তি ঘটে, তবে এ বছর সেই বিক্রির লক্ষমাত্রা প্রায় তিন কোটি। ১লা ডিসেম্বর হতে ১৫ই ডিসেম্বর পর্যন্ত প্রত্যহ দুপুর ২টো থেকে রাত ১০টা অবধি খোলা থাকবে মেলা প্রাঙ্গণ।

দেশের বাণিজ্যিক বাজারে খাদি শিল্পের প্রসার ও তার স্বার্থকতা নিয়ে একে একে মূল্যবান বক্তব্য রাখেন উপস্থিত সকল অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সফলতা ও সর্বোপরি এই বাণিজ্যিক মেলার লভ্যাংশের ফলাফলে যথেষ্ঠ আশাবাদী উত্তর ২৪ পরগণার জেলা পর্ষদের অধিকারিক তপনজ্যোতি দাস।

Advertisements

Leave a Reply