অবশেষে গভীর সুরঙ্গ থেকে উদ্ধার করা হলো ৪১ জন শ্রমিকের প্রাণ
HnExpress ওয়েবডেক্স নিউজ, উত্তারাখন্ড ঃ কাটলো সুরঙ্গ সংকট, উদ্ধার হলো ৪১ জন শ্রমিক। অবশেষে অবসান ঘটলো ৪০৮ ঘন্টা তথা ১৭ দিনের উৎকন্ঠিত সেই প্রতীক্ষার। সম্প্রতি উত্তরাখণ্ডের উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়েছিল ৪১ জন শ্রমিক। যাদের মঙ্গলবার রাতে একে একে উদ্ধার করলেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র জওয়ানেরা।
জেলা খাদি মেলায় আসুন, খাদি পড়ুন, খাদি পড়ান।
অনেক কিছু পরিকল্পনার পর তাঁদের উদ্ধার করার জন্য ইঁদুরের খোঁড়া গর্ত এর সাহায্য নেওয়া হয় (যার পোশাকি নাম ‘র্যাট-হোল মাইনিং’), যা দিয়েই উদ্ধার করা হয় ঘন্টার পর ঘন্টা ধরে সুরঙ্গে আটকে থাকা অসহায় অচৈতন্য শ্রমিকদের। সারা দেশ তাদের নিয়ে তীব্র দুশ্চিন্তায় প্রহর গুণছিল।
উদ্ধারকার্যের ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সেনাপ্রধান জেনারেল (অবসরপ্রাপ্ত) ভিকে সিংহ। ৭টা ৫২ মিনিট নাগাদ সুড়ঙ্গ থেকে প্রথমে বেরিয়ে আসেন ঝাড়খণ্ডের বিজয় হোরো। তার পরে একে একে বাকিরা।
প্রসঙ্গত উল্লেখ্য, এই ৪১ জন শ্রমিকের মধ্যে বাংলার ৩ জন শ্রমিকও ছিলেন। রাত ৮টা ৩৮ মিনিট নাগাদ শেষ হয় ‘অপারেশন জিন্দেগি’। উদ্ধারের পরে আগে থেকে তৈরি রাখা গ্রিন করিডর দিয়ে অ্যাম্বুল্যান্সে শ্রমিকদের নিয়ে যাওয়া হয় উত্তরকাশীর চিনিয়ালিসৌর হাসপাতালে।