কন্যাশ্রী কাপে সেরা ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলাররা
HnExpress শিখা দেব, কলকাতা ঃ ছেলে ফুটবলারদের যখন হারের লজ্জায় মুখ লুকাতে হচ্ছে, ঠিক তখন ইস্টবেঙ্গল এর মেয়ে ফুটবলাররা কন্যাশ্রী কাপে চ্যাম্পিয়ন হয়ে দেখিয়ে দিলেন। শনিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ইস্ট বেঙ্গল ১-০ গোলে শ্রীভূমি ফুটবল ক্লাবকে হারিয়ে দেয়। ফাইনাল খেলায় দুই দলই হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামিল হয় এদিন।
গোলের সুযোগ হাতছাড়া করে দুই দলের খেলোয়াড়রাই। শ্রীভূমির খেলোয়াড়রা চাপে রাখার চেষ্টা করেন বিপক্ষ দলকে। আবার ইস্টবেঙ্গলের ফুটবলাররা আক্রমণ শানাতে থাকেন। কিন্তু প্রথমপর্বে কোনও পক্ষই গোল করতে পারেনি। দ্বিতীয় পর্বে খেলার ধারা বদল করে ইস্টবেঙ্গল গোল পায় ৮৭ মিনিটে।
গোল করেন সুরঞ্জনা রাউল। ইস্টবেঙ্গল সেরা হওয়ায় দারুন উল্লসিত প্রত্যেকেই। খেলোয়াড়দের সঙ্গে পরিচিয় পর্ব সারেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, আই এফ এ’র সভাপতি অজিত ব্যানার্জি, চেয়ারম্যান সুব্রত দত্ত ও সচিব অনির্বাণ দত্ত সহ আরও অনেকেই।