January 23, 2025

অভূত সাড়া ফেলে দিল স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশনের রক্তদান উৎসব

0
Advertisements


HnExpress শিখা দেব, কলকাতা ঃ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্ম দিবসে অন্যান্য বছরের মতো এবারও কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন পরিচালিত রক্তদান উৎসব পালিত হলো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। এই রক্তদান উৎসবে সামিল হলেন কয়েক হাজার মানুষ। প্রায় দেড় হাজার রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্ত দান করলেন।

আবার প্রায় হাজারের মত ইচ্ছুক মানুষ রক্ত দিতে এসেও দিতে পারলেন না সরঞ্জামের অভাবে। সংস্থার সচিব স্বপন ব্যানার্জি জানান, আগামী বছর আমরা ২৫ বছরে পড়বো। তাই সেই রক্তদান উৎসবটি স্বারম্বরের সাথে নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত করার ইচ্ছা আছে। এদিন উৎসবের সূচনা করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মেয়র ফিরহাদ হাকিম ও সংসদ সুব্রত বকসী সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা।



এছাড়াও রক্তাদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব গুরুবক্স সিং, পৌলমী ঘটক, আলি কামার, রহিম নবী, মেহেতাব, অনির্বাণ দত্ত ও নববারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা সহ আরো অনেকেই। এই রক্তদান উৎসবে অভুতপূর্ব সাড়া দেখে সবাই অবাক হয়ে যান।

Advertisements

Leave a Reply