তীব্র কম্পনে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, যার তীব্রতা ৭.৬ রিখটার স্কেল
HnExpress ওয়েবডেক্স নিউজ, ইন্দোনেশিয়া ঃ তীব্র কম্পন দরুন কেঁপে উঠল দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্তর্গত দেশ ইন্দোনেশিয়ায়। রিখটার স্কেলে যার তীব্রতার মাত্রা ছিল ৭.৬। এই ঘটনায় দেশ জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়। অবশ্য পরে তেমন কিছু না ঘটায় সেই সতর্কতা তুলেও নেওয়া হয়।
১০ই জানুয়ারি মঙ্গলবার, ইন্দোনেশিয়ার তানিম্বার অঞ্চলে ৭.৬ মাত্রার ভূমিকম্প বড়সড় আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯৭ কিলোমিটার (৬০.২৭ মাইল) গভীরে এই ভূমিকম্প অনুভূত হয়। অন্যদিকে আরেকটি প্রতিবেদনে জানা গেছে, ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে সংঘটিত ৭.৬ মাত্রার এই ভূমিকম্পের জেরে সতর্কতা জারি করা হলেও কোনো সুনামি শনাক্তকরণ হয়নি।
রয়টার্স সংবাদ সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে, মঙ্গলবার এশিয়া মহাদেশের অন্তর্গত ইন্দোনেশিয়ার তানিম্বার দ্বীপপুঞ্জে ৭.৬ মাত্রার তীব্র ও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশ জুড়ে প্রায় তিন ঘণ্টার জন্য সুনামির সতর্কতা জারি করা হয়। কিন্তু এই সময় সমুদ্রপৃষ্ঠে কোনও উল্লেখযোগ্য পরিবর্তন রেকর্ড করা হয়নি, ফলে তারপরে সেই সতর্কতা তুলে নেওয়া হয়।
ভূমিকম্পের পরে দক্ষিণ-পূর্ব এশিয়া মহাদেশের অন্তত চারটি আফটারশক রিপোর্ট করা হয়েছে, যেগুলো উত্তর অস্ট্রেলিয়ার কিছু অংশেও অনুভূত হয়েছে। এছাড়া ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রাথমিক রিপোর্টে ভূমিকম্পের পর প্রধানত ভবনগুলোর হালকা থেকে মাঝারি ক্ষতির ইঙ্গিত রয়েছে বলে সুত্রের মারফত জানা গেছে।