January 21, 2025

চলে গেলেন ফুটবল মাঠের নায়ক পরিমল দে

0
Advertisements


HnExpress শিখা দেব, কলকাতা ঃ
চলে গেলেন না ফেরার দেশে কলকাতা ময়দানের সুদর্শন ফুটবল নায়ক পরিমল দে। মঙ্গলবার গভীর রাতে প্রয়াত হোন তিনি। খড়দহ থেকে উঠে আসা ফুটবলার কলকাতা ময়দানে আসেন ওয়াড়ি ক্লাবে। প্রথম বছরেই সবার নজর কেড়ে নেন। তারপর ১৯৬৬ সালে ইস্টবেঙ্গলের সচিব জ্যোতিষ গুহর চোখে পড়েন পরিমল।

এরপরেই লাল হলুদ শিবিরে যোগ দেন। আক্রমণভাগের দুরন্ত ফুটবলার পরিমল দে’র গোল করার মধ্যে একটা যাদু ছিল। পায়ে শট ছিল গলার মত। সুযোগের অপব্যবহার করতেন না। দলকে নেতৃত্ব দিয়েছেন। শিল্ড ফাইনালে ইরানের পাস ক্লাবের বিরুদ্ধে পরিমল দে’র গোল আজও সবার মনে দাগ কেটে রয়েছে।



দু বছর মোহনবাগান ক্লাবেও খেলেছেন। ১৯৭৩ সালে আবার ইস্টবেঙ্গলে এসে অবসর নেন। রাজ্য সরকার এবং ইস্টবেঙ্গল ক্লাব তাঁকে সম্মানিত করে। পরিমল দে প্রয়াত হওয়ার খবরে ফুটবল জগতে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisements

Leave a Reply