জয়ের হাসি হাসলো এটিকে মোহনবাগান



HnExpress শিখা দেব, কলকাতা ঃ আইএসএল ফুটবলে জয়ের হাসিতে উজ্জ্বল হয়ে উঠল এটিকে মোহনবাগান। শনিবার নিজেদের মাঠে সুনীল আর রয় কৃষ্ণের এফ সি বেঙ্গালুরু দল হেরে গেলো সবুজ মেরুন শিবিরের কাছে। মোহন কোচ জুয়ান ফেরাণ্ডো অংক কষে খেলবার নির্দেশ দিয়েছিলেন ফুটবলারদের।


উত্তর ২৪ পরগণা জেলা খাদি মেলা ২০২২


সেই অর্থে সুনিলরা আক্রমণ প্রতিহত গড়ে তুলতে পারেনি। প্রথম পর্বে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয় পর্বে মোহনবাগান খেলার গতি বদলে প্রতিপক্ষ দলকে চাপে রাখে। ৬৬ মিনিটে হুগোর বাড়ানো বলে পেত্রাত্রস গোল করতে ভুল করেননি।



পিছিয়ে পড়ে গোল পরিশোধ করবার জন্যে চেষ্টা করেও লাভ হয়নি। তবে শেষ মুহূর্তে নারায়ন দাসের একটা শট মোহনবাগানের বার কাঁপিয়ে মাঠের বাইরে চলে যায়। খেলা শেষ হতেই সবুজ মেরুন শিবির আনন্দে মেতে ওঠে।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: