January 21, 2025

মুম্বইকে উড়িয়ে দিয়ে শেষ চারে মোহনবাগান সুপার জায়েন্টস

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : অবশেষে শাপ মুক্তি হলো মোহনবাগানের। অতীতে যাকে হারাতে পারেনি সেই মুম্বই দলকে এবার গোহারান হারালো। একেই হয়তো বলে মধুর প্রতিশোধ। রবিবার যুব ভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপ ফুটবলের শেষ আটের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস দাপট দেখিয়ে ৩-১ গোলে উড়িয়ে দিলো মুম্বই সিটি এফসি’কে।

চ্যালেঞ্জ জানিয়ে বুক বাজিয়ে মোহনবাগান বলতে পারল এবারে প্রতিপক্ষ মুম্বইকে হারিয়েছি। ডুরান্ড কাপ ফুটবলের সেমি ফাইনালে খেলতে পারা যায়। সবুজ মেরুন ব্রিগেড সেমিফাইনালে এফসি গোয়ার সঙ্গে খেলবে। মোহনবাগান খেলার শুরু থেকে আক্রমণের ঝড় তুলে মুম্বই দলকে কোণঠাসা করে রাখে।

বিশ্বকাপের অস্ট্রেলিয়ার জেসন কামিন্স ছন্দময় ফুটবল খেলে মুম্বই দলের সব খেলোয়াড়দের প্রায় চুমসে দেন। কামিন্স, আনোয়ার আলি ও মানবীর সিংয়ের ত্রিফলা আক্রমণে প্রতিপক্ষের শিবির ভেঙে পড়ে। খেলার ১২ মিনিটে কামিন্স একক কৃতিত্বে গোল বক্সে প্রবেশ করলে পিছন থেকে ফাউল করলে রেফারি পেলান্টি নির্দেশ দেন।

পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি কামিন্স। এক গোলে এগিয়ে যাওয়ার পরে মোহনবাগান আবার আক্রমণ জোরদার করে। হঠাৎ পাল্টা আক্রমণে মুম্বই গোল পরিশোধ করে দেন। গোলটি করেন পেরারা ডিয়াজ। তারপরে আবার আক্রমণ বাড়াতে থাকে সবুজ মেরুন ব্রিগেড।

৩০ মিনিটে চকিত আক্রমণে মানবীর সিং দারুন গোল করেন হেডে। বিরতিতে মোহানবাগান ২-১ গোলে এগিয়ে ছিল। তারপর দ্বিতীয় পর্বে মোহনবাগান ছক বদলে আক্রমণ শানাতে থাকে। সম্মিলিত আক্রমণে বল পান আনোয়ার আলি। মাটি ঘেঁষা শটে আনোয়ার সুপার গোল করে মোহনবাগান সুপারের জয়কে নিশ্চিত করে দেন।

Advertisements

Leave a Reply