জয় সহজ হলো না সাদা কালো শিবিরের
HnExpress শিখা দেব, কলকাতা ঃ মহমেডান স্পোর্টিং ক্লাব শনিবার জয় নিয়ে এলো কলকাতা ফুটবল লিগের খেলায়। পিছিয়ে থেকে শেষ পর্যন্ত মহমেডান স্পোর্টিং ৩-২ গোলে জয় পেলো কালীঘাট মিলন সংঘের বিপক্ষে খেলে। খেলার ১৪ মিনিটে কালীঘাট মিলন সংঘের অসিত হেমব্রম গোল করে দলকে এগিয়ে দেন।
সাদা কালো শিবিরের সমর্থকরা হতাশ হয়ে যান। আক্রমণের ছক বদল করে মহমেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা প্রথম পর্বে তিনটি করে গোল দিয়ে এগিয়ে যায় ৩-১ গোলে। ডেভিড জোড়া গোল করেন। অন্য গোলটি করেন বিকাশ সিং।
দ্বিতীয় পর্বে কালীঘাট মিলন সংঘের ফুটবলাররা দুরন্ত ভূমিকা পালন করে মহমেডানকে চাপে ফেলে দেন। ৮০ মিনিটের মাথায় সুরজিৎ হালদার কালীঘাট মিলন সংঘের হয়ে গোল করে ব্যবধান কমান। গোল করার মতো সুযোগ পেয়েও গোল করতে পারেনি কালীঘাট মিলন সংঘ।
শেষে অতি কষ্টে জয়ের হাসি হেসে মহমেডান স্পোর্টিং মাঠ ছাড়ে।
অন্য খেলায় ভবানীপুর হেরে গেলো ১-৩ গোলে খিদিরপুর ক্লাবের কাছে। রেলওয়ে এফ সি ৩-২ গোলে জয় পেলো এরিয়ানের বিপক্ষে।