প্রাকৃতিক দুর্যোগে রেললাইন ধসে ব্যাহত শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন চলাচল
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শুক্রবার সাত সকালেই রেললাইন ধসে ব্যাহত হল শিয়ালদহ বনগাঁ শাখার ট্রেন চলাচল। গতকাল রাত থেকেই ভারী বৃষ্টির ফলে বসে গেল রেললাইন। যার জেরে শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। ইতিমধ্যেই লাইন মেরামতির কাজ শুরু করে দিয়েছে। দ্রুত সমস্যা মিটে যাবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
যদিও এই প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় একাধিক ট্রেন আটকে রয়েছে গন্তব্যের মাঝপথে। রেল সূত্রে জানানো হয়েছে যে, শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটের পর থেকেই শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে। রেল সূত্রের পাওয়া খবর অনুযায়ী, মসলন্দপুর এবং সংহতি স্টেশনের মাঝে আপলাইন বসে যাওয়ার কারণেই আপ এবং ডাউন ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা রয়েছে।
কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, এখনও বলতে পারছেন না স্টেশন কর্তৃপক্ষ। তবে লাইন মেরামতির কাজ শুরু হয়েছে এবং দ্রুত সমস্যা মিটে যাবে বলে ইতিমধ্যেই রেল তরফে জানানো হয়েছে। মাটি ধসে বসে যাওয়ার কারণে আপলাইনের সমস্ত ট্রেন আপাতত বন্ধ রয়েছে।
ডাউন লাইনের ট্রেন ধীর গতিতে চলছে, তবে লাইন সারানোর কাজের জন্য তা-ও সাময়িক ভাবে বন্ধ হয়ে যাবে বলে রেল সূত্রে যা জানা যাচ্ছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে ঘণ্টা দুয়েক সময় লাগবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন। এরই মধ্যে বেশ কয়েকটি বনগাঁ লাইনের ট্রেন ক্যানসেল হওয়ার কথা শোনা যাচ্ছে।