নিয়োগ দুর্নীতি মামলায় এবারে সিবিআই এর তলব লিস্টে মন্ত্রী সুজিত বোস
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) এবারে তলব করলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বোসকে। নিয়োগ দুর্নীতি মামলায় ৩১শে অগাস্ট সকাল ১১টায় মন্ত্রীকে নিজাম প্যালেসে (Nizam Palace) হাজিরা দেওয়ার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ইতিমধ্যেই হাজিরার নোটিস মন্ত্রীর কাছে পৌঁছেও গেছে বলে সূত্রের খবর। এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) সূত্রে জানানো হয়েছে যে, পুর নিয়োগ সংক্রান্ত মামলায় তাঁকে তলব করা হয়েছে। ধৃত অয়ন শীলের বাড়ি তল্লাশি চালিয়ে পুরসভার নিয়োগ সংক্রান্ত একাধিক উল্লেখযোগ্য তথ্য পেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দারা।
আর তারপর থেকেই তদন্তকারীদের নজরে রয়েছে পুরসভা নিয়োগ দুর্নীতি। তদন্তে নেমে ১৪টি পুরসভায় তল্লাশি চালিয়ে ২০১৬ থেকে পুরসভায় নিয়োগে একাধিক দুর্নীতির তথ্য উঠে আসে গোয়েন্দাদের (detectives) হাতে।
আর সেই তালিকায় ছিল দক্ষিণ দমদম পুরসভার নামও। আর সেই সময় দক্ষিণ দমদম পুরসভার উপপুরপ্রধান ছিলেন সুজিত বসু। ফলত সেই কারণেই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।