September 8, 2024

লক্ষাধিক টাকার নিষিদ্ধ ঔষধ পাচারের দায়ে গ্রেপ্তার

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার : লক্ষাধিক টাকার নিষিদ্ধ মেডিসিন পাচারচক্রের খোঁজ পেল পুলিশ। সোমবার বিকেল নাগাদ আলিপুরদুয়ার জেলার অন্তর্গত বীরপাড়া দলগাঁও রেলস্টেশন সংলগ্ন এলাকায় প্রায় ২৩ হাজার সিডেটিভ ক্যাপসুল ও ট্যাবলেট পাচারের দায়ে হাতেনাতে ধরা পড়ল ২ পাচারকারী।

পুলিশ সূত্রের খবর, ওই বাজেয়াপ্ত নিষিদ্ধ বেআইনি ট্যাবলেট এবং ক্যাপসুলগুলির বাজারদর প্রায় ৮০ হাজার টাকা। ধৃতরা হলেন বিহারের বাসিন্দা সঞ্জয় কুমার এবং বীরপাড়ার নিউ লাইনের বাসিন্দা অনিল সুরি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে সঞ্জয় কুমার বিহার থেকে বীরপাড়ায় পৌঁছায়। এরপর বীরপাড়ার বহুদিনের বাসিন্দা অনিলের সঙ্গে দলগাঁও রেলস্টেশনে দেখা করে। ঠিক সেই সময় পুলিশ তাদের রাস্তায় আটক করে তল্লাশি চালাতেই ঝোলা থেকে বেরিয়ে পরে বিড়াল।

মানে ধৃতদের ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় ২১ হাজার সিডেটিভ ক্যাপসুল ও ২ হাজার ট্যাবলেট। বামাল সমেত গ্রেফতার করে চোরা পাচারকারীদের। ধৃতদের মঙ্গলবার জলপাইগুড়ির এনডিপিএস আদালতে তোলা হবে বলে জানা গেছে

Advertisements

Leave a Reply