যাদবপুর কান্ডে গ্রেফতার আরও ৩জন অভিযুক্ত

0

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মেইন হস্টেলে বাংলা বিভাগের ছাত্র স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় আরও ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে যে, এই তিনজনও ঘটনার সময় সেখানেই উপস্থিত ছিলেন। গত ৯ই অগাস্ট রাতে প্রথম বর্ষের ছাত্রকে খুন করে যখন তিনতলার ব্যলকনি থেকে ফেলে দেওয়া হয় কেসটাকে আত্মহত্যা সাজানোর জন্য, সেখানেই ছিলেন তাঁরাও।

ঘটনার পরই এই দু’জন প্রাক্তন হস্টেল ছাড়েন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রথমবর্ষের ছাত্রমৃত্যুর ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হল। ধৃতদের মধ্যে দু’জন প্রাক্তনী এবং একজন বর্তমান পড়ুয়া রয়েছে বলে জানা গিয়েছে। এই চক্রান্ত করে খুনের ঘটনায় আস্তে আস্তে ধৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ১২ জন।

পুলিশ সূত্রের খবর, হস্টেলে ছাত্রমৃত্যুর (student death) ঘটনায় আগের ধৃতদের জেরা করেই পুলিশ জানতে পারে, এই ঘটনার সময় আরও ৩ জন সেখানে উপস্থিত ছিলেন। ঘটনার পরই সেই দুই প্রাক্তন হস্টেল ছাড়েন। এমনকী কলকাতা ছেড়ে বাড়ি চলে গিয়েছিলেন তাঁরা।

শুক্রবার তাঁদের নোটিশ দিয়ে ডাকেন কেসের তদন্তকারী কর্মকর্তারা। বাংলা বিভাগের প্রথমবর্ষ এর ছাত্রের এই অস্বাভাবিক মৃত্যুতে (Unnatural Death) তাঁদের কী ভূমিকা রয়েছে তা খতিয়ে দেখতে যাদবপুর থানায় ডেকে আনা হয় তাদের। আর তারা থানায় এলেই গ্রেফতার করে পুলিশ।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply